ব্যারিস্টার সালেহউদ্দিনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

3 months ago 8

বাংলাদেশ জাস্টিস পার্টির জাতীয় কাউন্সিল ও প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম চেয়ারম্যান মরহুম ব্যারিস্টার সৈয়দ কামরুল ইসলাম মো. সালেহউদ্দিনের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ মে) রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে দলের জাতীয় কাউন্সিল-২০২৫-এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বাংলাদেশ জাস্টিস পার্টির চেয়ারম্যান ড. সৈয়দ জাভেদ মোহাম্মদ সালেহউদ্দিনের সভাপতিত্বে এবং দলের মহাসচিব মানসুর আলম সিকদারের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় আমন্ত্রিত জাতীয় নেতৃবৃন্দের মধ্যে জাতীয় নিরাপত্তা বিশ্লেষক এলডিপির কেন্দ্রীয় নেতা ও ও সাবেক সামরিক কর্মকর্তা লে. জেনারেল (অব.) ড. চৌধুরী হাসান সারওয়ার্দী, গণদল চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী, লেবার পার্টি চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শওকত আমিন, মো. ইকরামুল হক খান চেয়ারম্যান বাংলাদেশ জাগ্রত পার্টি, লায়ন আলহাজ্ব আকবর হোসেন পাঠান অতিরিক্ত মহাসচিব বাংলাদেশ মুসলিম লীগ, সৈয়দ হারুন অর রশীদ সাধারণ সম্পাদক সোনার বাংলা পার্টি, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এ এ এম ফয়েজ হোসেন, মুসলিম লীগের শেখ এ সবুর, ভাসানী ন্যাপের চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারউদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে দলের পক্ষে অভিমত ব্যক্ত করে সবকিছুর ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে সমুন্নত রাখার আহ্বান জানান। বক্তারা আরও বলেন, সংস্কার, বিচার এবং নির্বাচন কোনোটাই উপেক্ষা করা সম্ভব নয় উচিত নয় এবং সংকটের শান্তিপূর্ণ উত্তরণে ধৈর্য হারানো যাবে না।

এছাড়াও নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি ও কাঁদা ছোঁড়াছুঁড়ি ত্যাগ করে জাতীয় স্বার্থে সমঝোতা এবং সংকট উত্তরণে দ্রুততম সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দলের কো-চেয়ারম্যান শহিদুল ইসলাম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম হাওলাদার, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান এম এম রহমত উল্লাহ, ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নান ও প্রচার সম্পাদক আতিকুর রহমান আতিক, সাংস্কৃতিক সম্পাদক সাহানা আক্তার, দলের মহাসচিব মানসুর আলম সিকদার, মহিলা বিষয়ক সম্পাদিকা ময়না বেগম, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মাহী, অর্থ বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান সুমন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মামুনুর রহমানসহ দলের কেন্দ্রীয় নেতারা।

কাউন্সিলের দ্বিতীয় পর্বে পূর্বঘোষিত কার্যনির্বাহী কমিটিকে আগামী দুই বছরের জন্য অনুমোদন দেওয়া হয়, চেয়ারম্যান, নির্বাহী চেয়ারম্যান এবং মহাসচিবসহ ৮ বিভাগের ৮ জন ভাইস চেয়ারম্যানসহ মোট ১১ সদস্যের জাতীয় নীতিনির্ধারণী কমিটি অনুমোদন দেওয়া হয়। কার্যনির্বাহী পরিষদের কোনো সিদ্ধান্ত গ্রহণে বিতর্কের সৃষ্টি হলে নীতি নির্ধারণী কমিটির সংখ্যাগরিষ্ঠ সদস্যের সিদ্ধান্তই সঠিক বিবেচিত হবে, গঠনতন্ত্র সংশোধনের জন্য তিন সদস্যের সাবকমিটি গঠন করা হয়। এই সাবকমিটি গঠনতন্ত্র পর্যালোচনা ও মূল্যায়ন করে চেয়ারম্যানের অনুমোদন সাপেক্ষে সিদ্ধান্ত অনুমোদন করবে।

জেএইচ

Read Entire Article