ব্যারিস্টার সুমনের মুক্তি চেয়ে যা বললেন তারেক রহমান

ব্যারিস্টার সুমনকে কোন মামলায় আটক রাখা হয়েছে এবং তিনি আদৌ কোনো হত্যাকাণ্ডে জড়িত কি না- তা স্পষ্ট করার দাবি জানিয়েছেন আম জনতা দলের সাধারণ সম্পাদক তারেক রহমান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ব্যারিস্টার সুমন কাকে হত্যার ঘটনায় জড়িত, সেই তথ্য জাতির সামনে পরিষ্কার হওয়া প্রয়োজন। তারেক রহমান বলেন, ব্যারিস্টার সুমন কি শুধুমাত্র আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে এতদিন ধরে আটক রয়েছেন, নাকি তিনি সরাসরি কোনো হত্যাকাণ্ডে জড়িত- এ প্রশ্নের উত্তর জানতে চান তিনি। তার দাবি, দেশে বহু মানুষ সরাসরি হত্যাকাণ্ডে জড়িত থেকেও জামিনে রয়েছেন, অথচ অতিরিক্ত পরিচিতির কারণে কি ব্যারিস্টার সুমনকে আটকে রাখা হয়েছে- এ বিষয়টি ভাবনার। তিনি আরও বলেন, ব্যক্তিগতভাবে তিনি ব্যারিস্টার সুমনের নানা কর্মকাণ্ডের সমালোচনা করেছেন। তবে যদি তিনি কোনো হত্যাকাণ্ডে জড়িত না থাকেন, তাহলে তার মুক্তি হওয়া উচিত। তার ভাষায়, ব্যারিস্টার সুমন যদি দাগী অপরাধী হতেন, তাহলে আগেই দেশ ছেড়ে বিদেশে গিয়ে আরামে ভিডিও বানাতেন। তারেক রহমান বলেন, তিনি নিজে আইনজীবী হলে ব্যারিস্টার সুমনের পক্ষে আদালতে লড়াই করতেন। একই সঙ্গে তিনি

ব্যারিস্টার সুমনের মুক্তি চেয়ে যা বললেন তারেক রহমান

ব্যারিস্টার সুমনকে কোন মামলায় আটক রাখা হয়েছে এবং তিনি আদৌ কোনো হত্যাকাণ্ডে জড়িত কি না- তা স্পষ্ট করার দাবি জানিয়েছেন আম জনতা দলের সাধারণ সম্পাদক তারেক রহমান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ব্যারিস্টার সুমন কাকে হত্যার ঘটনায় জড়িত, সেই তথ্য জাতির সামনে পরিষ্কার হওয়া প্রয়োজন।

তারেক রহমান বলেন, ব্যারিস্টার সুমন কি শুধুমাত্র আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে এতদিন ধরে আটক রয়েছেন, নাকি তিনি সরাসরি কোনো হত্যাকাণ্ডে জড়িত- এ প্রশ্নের উত্তর জানতে চান তিনি। তার দাবি, দেশে বহু মানুষ সরাসরি হত্যাকাণ্ডে জড়িত থেকেও জামিনে রয়েছেন, অথচ অতিরিক্ত পরিচিতির কারণে কি ব্যারিস্টার সুমনকে আটকে রাখা হয়েছে- এ বিষয়টি ভাবনার।

তিনি আরও বলেন, ব্যক্তিগতভাবে তিনি ব্যারিস্টার সুমনের নানা কর্মকাণ্ডের সমালোচনা করেছেন। তবে যদি তিনি কোনো হত্যাকাণ্ডে জড়িত না থাকেন, তাহলে তার মুক্তি হওয়া উচিত। তার ভাষায়, ব্যারিস্টার সুমন যদি দাগী অপরাধী হতেন, তাহলে আগেই দেশ ছেড়ে বিদেশে গিয়ে আরামে ভিডিও বানাতেন।

তারেক রহমান বলেন, তিনি নিজে আইনজীবী হলে ব্যারিস্টার সুমনের পক্ষে আদালতে লড়াই করতেন। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন- কোন মায়ের সন্তানকে হত্যার অভিযোগে ব্যারিস্টার সুমন কারাগারে আছেন, সেটি পরিষ্কারভাবে জানানো হোক।

ব্যারিস্টার সুমনের বিভিন্ন সেবামূলক কাজের কথাও উল্লেখ করে আম জনতা দলের সাধারণ সম্পাদক বলেন, অন্তত এসব মানবিক কর্মকাণ্ডের বিবেচনায় হলেও তাকে জামিন দেওয়া যেতে পারে। তিনি বলেন, জামিন মানে দায়মুক্তি নয়- বিচার প্রক্রিয়া চলুক জামিনে থেকেই।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow