ব্যালট পেপার ছাপানো হয়েছে নীলক্ষেতে- এটা চাপা দেবেন কীভাবে?

1 hour ago 5

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে কোনো বিরোধ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ। তিনি বলেন, তবে অসমতল মাঠে নির্বাচন দিয়ে সাধারণ ছাত্রদের প্রতারিত করেছে প্রশাসন। 

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মিরপুর-১ নম্বরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা ও ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী আসাদুজ্জামানের ষষ্ঠ স্মরণসভায় এসব কথা বলেন তিনি। 

রিজভী বলেন, ডাকসু নির্বাচনের প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হয়নি। তিনি অভিযোগ করেন, যেসব অনিয়ম বা সমস্যার কথা উঠেছে, প্রশাসন সেগুলোর কোনো প্রতিক্রিয়া দেয়নি। 

তিনি বলেন, ব্যালট পেপার নীলক্ষেতে ছাপানো হয়েছে- এটি কীভাবে চাপা দেওয়া হবে? তিনি বলেন, ডাকসু নির্বাচনকে নিয়ে কোনো বিরোধ নেই, তবে অসমতল মাঠে নির্বাচন করিয়ে সাধারণ ছাত্রদের প্রতারিত করেছে প্রশাসন। তিনি আরও অভিযোগ করেন, কোনো ব্যক্তির উদ্দেশ্য সিদ্ধির জন্য একপক্ষীয়ভাবে নির্বাচন পরিচালিত হয়েছে। 

বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের এই নেতা বলেন, সকলের আশা থাকে যে বর্তমান সরকারের আমলে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠিত হবে। তবে, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে বসে একটি নির্দিষ্ট শ্রেণি অসৎ কর্মকাণ্ড চালাচ্ছে। অন্তর্বর্তী সরকারের এসব কর্মকাণ্ডে নজর রাখা উচিত ছিল। এ প্রক্রিয়া চলতে থাকলে আগামী জাতীয় নির্বাচন ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে বলেও তিনি শঙ্কা প্রকাশ করেন।

এ সময় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, শেখ হাসিনা বিভিন্ন কৌশলে মানুষের মূল্যবোধকে ক্ষতিগ্রস্ত করেছেন। তাকে সরাতে সক্ষম হয়েছি, তবে সামনে এখনো নানা ষড়যন্ত্র চলছে। বিএনপি এমন রাজনীতি চায় যেখানে গণতন্ত্র থাকবে এবং মানুষ স্বাধীনভাবে কথা বলার অধিকার পাবে। নির্বাচনে বিভেদ ভুলে সকলকে সক্রিয়ভাবে ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের রক্তের ঋণ শোধ করতে হলে ঐক্যবদ্ধভাবে কাজ করা অপরিহার্য। 

Read Entire Article