ব্যালন ডি’অর নয়, আবারও বিশ্বকাপ জিততে চান মেসি

2 hours ago 3

বিশ্বকাপ নাকি ব্যালন ডি’অর— কোনটা বেছে নেবেন লিওনেল মেসি? প্রশ্নটা যতটা সহজ, উত্তরটা ততটাই বলে দেয় এই কিংবদন্তির মনটা কোথায় পড়ে আছে। আর্জেন্টিনার অধিনায়ক সম্প্রতি অংশ নিয়েছিলেন এক দারুণ মজার ‘পিং পং’ প্রশ্নোত্তর খেলায়, যেখানে ফুটবলের বাইরেও উঠে আসে তাঁর জীবনের নানা দিক— এমনকি অবসরের পরের ভাবনাটুকুও।

এই সংক্ষিপ্ত কিন্তু আকর্ষণীয় সাক্ষাৎকারটি নেয় জনপ্রিয় ফুটবল পেজ ‘৪৩৩’, যেখানে একের পর এক ঝটপট প্রশ্নের মুখে পড়েন মেসি। প্রথম প্রশ্নেই ছিল সবচেয়ে কঠিনটা— “আরও একবার বিশ্বকাপ জেতা, নাকি আরেকটা ব্যালন ডি’অর পাওয়া?”

মেসির উত্তর ছিল বিন্দুমাত্র দেরি না করে—

“বিশ্বকাপ!”

আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবল মহাতারকার চোখে দলীয় গৌরবই সবচেয়ে বড়। ব্যক্তিগত স্বীকৃতি নয়, আবারও দেশের জার্সিতে শিরোপা জয়ের স্বপ্নই তাকে টানে সবচেয়ে বেশি।

প্রশ্নোত্তরের ফাঁকে মেসি আরও কিছু চমকও দেন। উদাহরণস্বরূপ—

  • বার্সেলোনার আবহাওয়াকে মিয়ামির চেয়ে বেশি পছন্দ করেন তিনি।
  • হ্যাটট্রিকের বদলে দলকে জেতানো একমাত্র গোলকেই বেশি মূল্য দেন।
  • আর সরাসরি কর্নার থেকে গোল (অলিম্পিক গোল) তার কাছে মাঝমাঠ থেকে গোল করার চেয়ে অনেক বেশি রোমাঞ্চকর।

সবচেয়ে কৌতূহল জাগানো উত্তরটি আসে একদম শেষে, ভবিষ্যৎ প্রসঙ্গে। প্রশ্ন করা হয়, “খেলা ছাড়ার পর আপনি কোচ হতে চান, না ক্লাবের মালিক?”

মেসির মুখে ছোট্ট কিন্তু অর্থবহ উত্তর—

“আমি ক্লাবের মালিক হতে চাই।”

এই উত্তরেই যেন মেসির ভবিষ্যৎ পরিকল্পনার এক ঝলক পাওয়া গেল। আসলে তিনি ইতিমধ্যেই বন্ধুত্বের বন্ধনে লুইস সুয়ারেজের সঙ্গে উরুগুয়ের ক্লাব ডেপোর্তিভো এলএসএম-এর মালিকানায় যুক্ত হয়েছেন।

বর্তমানে এই রোজারিও-জন্মা তারকা আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে রয়েছেন অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচের প্রস্তুতিতে। বছরের শেষ ম্যাচে মাঠে দেখা যাবে তাকে, হয়তো এবারও মুখে সেই চেনা হাসি— কিন্তু মনে চলছে ভবিষ্যতের নতুন গল্পের অনুশীলন। 

Leo Messi: Another World Cup or another Ballon dOr? Another World Cup.

Be a club owner or manager? Id say club owner. pic.twitter.com/Una76v9PeW

— Fabrizio Romano (@FabrizioRomano) November 12, 2025
Read Entire Article