ব্যালন ডি’অর নয়, চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিততে চাই: ডেম্বেলে

3 months ago 9

মেসি, নেইমার, কিলিান এমবাপের মত বড় বড় তারকারা ছিলেন। কিন্তু কাঙ্খিত চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতা হয়নি পিএসজির। ২০১৯-২০ মৌসুমে একবার ফাইনালে উঠেছিল। তবে, বায়ার্ন মিউনিখের কাছে হেরে শিরোপা জেতা হয়নি তাদের।

এবার মেসি, নেইমার কিংবা এমবাপে- তাদের কেউই নেই। গত মৌসুম শেষে এমবাপেও ছেড়ে যান পিএসজিকে। তবে বিশ্বের সেরা আক্রমণভাগকে হারিয়ে ফেললেও পিএসজি কিন্তু পিছিয়ে পড়েনি। ঠিকই আগের চেয়ে যেন বেশি ধারালো তাদের অবস্থান।

একঝাঁক তারকা ফুটবলারের সমন্বয়ে ঠিকই এগিয়ে চলছে তারা। সেই তারকাদের অন্যতম উসমান ডেম্বেলে। অসাধারণ পারফরম্যান্স করেছেন এই মৌসুমে। ফ্রেঞ্চ লিগ ওয়ানে টানা চতুর্থ এবং রেকর্ড ১৩তম শিরোপা জয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ডেম্বেলে। শুধু তাই নয়, তার অসাধারণ পারফরম্যান্সে ভর করেই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনলে উঠে এসেছে পিএসজি।

এবার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাটা যদি জয় করতে পারেন, তাহলে শুধু ক্লাব কিংবদন্তিতে পরিণত হওয়া নয়, আগামী ব্যালন ডি’অরেরও সবচেয়ে সেরা দাবিদার হয়ে উঠবেন ডেম্বেলে। তবে, তার কাছে এখন ব্যালন ডি’অর গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা।

তবে ইন্টারমিলানের বিপক্ষে যখন চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা লড়াইয়ে মাঠে নামবেন ডেম্বেলে, তখন তার মাথায় ব্যালন ডি’অরের বিষয়টাও থাকবে বলে জানালেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল পর্যন্ত উঠে আসার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ডেম্বেলে।

এ মৌসুমে ইউরোপের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে সব ধরনের প্রতিযোগিতায় ৩০টি গোল করেছেন তিনি। যার মধ্যে ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত ১৮ ম্যাচে করেছেন ২৪টি গোল। অর্থ্যাৎ মৌসুমের শেষ অর্ধেকেই দারুণ পারফরম্যান্স করেছেন তিনি।

এই পারফরম্যান্সের ফলেই ডেম্বেলে এই বছরের ব্যালন ডি'অর জয়ে অন্যদের চেয়ে এগিয়ে রয়েছেন। কিন্তু ২৮ বছর বয়সী বার্সেলোনার সাবেক এই ফরোয়ার্ড বলে দিয়েছেন, চূড়ান্ত ব্যক্তিগত পুরষ্কার জয়ের চেয়ে পিএসজির প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়টাই তার কাছে গুরুত্বপূর্ণ। ব্যালন ডি’অরকে তিনি রেখেছেন দ্বিতীয় গুরুত্বপূর্ণ স্থানে। চ্যাম্পিয়ন্স লিগ প্রথম অগ্রাধিকারে।

ইন্টারমিলানের বিপক্ষে মাঠে নামার আগে ডেম্বেলে বলেন, ‘যখন আপনি পিএসজির একজন খেলোয়াড়, তখন চ্যাম্পিয়ন্স লিগের মতো শিরোপা জয় করাটাই আপনার জন্য গুরুত্বপূর্ণ। আমি ব্যক্তিগত ট্রফি জয়ের চেয়ে দলীয় সাফল্যের দিকেই মনযোগ দিই। এটি (ব্যালন ডি'অর) মনে আছে, তবে দলের সাফল্যের দিকে মনোযোগ দিতে চাই।’

কখন থেকে মনে হলো সাফল্য পাওয়া সম্ভব? ডেম্বেলে বলে, ‘জানুয়ারি থেকে আমাদের মানসিকতার সত্যিই পরিবর্তন এসেছে এবং আমরা সে ধারাবাহিকতা ধরে রাখতে চাই এবং আমরা ফাইনাল ম্যাচটি নিয়ে খুব উত্তেজিত।’

ইন্টার মিলানকে সমীহ করছেন ডেম্বেলে। তিনি বলেন, ‘ইন্টার একটি দুর্দান্ত দল, যারা ফাইনালে খেলার যোগ্য। তবে তারা শারীরিকভাবে শক্তিশালী, কিভাবে ডিফেন্স করতে হয়, কিভাবে সামনে দাঁড়াতে হয় তা ভালো করেই জানে। সুতরাং বলতেই হবে, আমাদের একটি শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে।’

নিজের প্রস্তুতি নিয়ে ডেম্বেলে বলেন, ‘এই ফাইনালের জন্য আমি ভালোভাবে প্রস্তুতি নিয়েছি। ছোটবেলা থেকেই আমি এমন একটি ফাইনালে খেলার স্বপ্ন দেখছিলাম।’

‘আমরা আমাদের খেলায় দলের উপর, নিজের উপর পূর্ণ মনোযোগী। আশা করি আমরা দুর্দান্ত পারফর্মেন্স দেখাতে পারব।’

আইএইচএস/

Read Entire Article