ব্রহ্মপুত্র ন‌দে গোসলে নেমে নিখোঁজ ২ ভাই

3 months ago 34

কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে ব্রহ্মপুত্র ন‌দে গোসল কর‌তে নে‌মে ইমরান হো‌সেন ও ইব্রা‌হিম আলী না‌মে দুই ভাই নিখোঁজ হ‌য়ে‌ছে।

শ‌নিবার (১০ মে) বিকেল ৩টার দি‌কে উপ‌জেলার বুড়াবু‌ড়ি ইউনিয়নের চর জলাঙ্গারকু‌ঠি গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে।

নিখোঁজ ইমরান হো‌সেন (৮) ও ইব্রা‌হিম আলী (১২) বুড়াবু‌ড়ি ইউনিয়নের দেলদারগঞ্জ এলাকার আমিনুল ইসলা‌মের ছে‌লে। বুড়াবু‌ড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস‌্য লোকমান হা‌কিম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় বা‌সিন্দা হায়দার আলী বলেন, গত ৬ বছর আগে শিশু ইমরান ও ইব্রাহি‌মের মা‌য়ের স‌ঙ্গে তাদের বাবার বি‌চ্ছেদ হয়। এরপর তা‌দের মা ইস‌মোতারার অন‌্যত্র বি‌য়ে হ‌লে শিশু‌ দু‌টি চর জলঙ্গারকু‌ঠির বা‌সিন্দা নানা ইসলাম আলীর বাড়িতে থা‌কে। শ‌নিবার বিকেল ৩টার দি‌কে তা‌দের সহপাঠী রা‌ফি ইসলামসহ ইমরান ও ইব্রা‌হিম ব্রহ্মপুত্র নদে গোসল ক‌রতে না‌মে। এ সময় রা‌ফি তীরে উঠ‌তে পার‌লেও তারা দুই ভাই (ইমরান ও ইব্রা‌হিম) নদীতে ডু‌বে নিখোঁজ হয়। প‌রে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি ক‌রলেও তা‌দের পাওয়া যায়নি।

উলিপুর থানার ওসি জিল্লুর রহমান ব‌লেন, বিষয়‌টি জানা নেই। তবে লোক পা‌ঠি‌য়ে খোঁজ নেওয়া হ‌চ্ছে।

Read Entire Article