ব্রহ্মপুত্রে ভেসে উঠলো যুবলীগ নেতার হাত পা বাঁধা মরদেহ

1 month ago 10

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের পাঁচদিন পর মোবারক হোসেন (৪৫) নামের এক যুবলীগ নেতার হাত পা বাঁধা অবস্থায় মরদেহ নদীতে ভেসে উঠেছে। এর আগে গত শনিবার থেকে তিনি নিখোঁজ হোন।

বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় ব্রহ্মপুত্র নদীর জামপুর ইউনিয়নের আলমপুরা এলাকায় মরদেহটি ভেসে উঠে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৈদ্যেরবাজার ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।

এর আগে গত শনিবার মোবারক হোসেন নিখোঁজ হলে পরদিন রোববার তার ভাতিজা শরিফ মিয়া বাদী হয়ে সোনারগাঁ থানায় জিডি করেন।

মোবারক হোসেন উপজেলার সাদিপুর ইউনিয়নের গোলনগর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে। সে সাদিপুর ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য ছিলেন।

নিহতের ভাতিজা শরিফ মিয়া জানান, চাচা মোবারক হোসেন পেশায় রাজমিন্ত্রী ছিলেন। গত শনিবার বিকেলে ঘোরার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। ফলে আত্মীয় স্বজনের পরামর্শে রোববার সোনারগাঁ থানায় জিডি করি। এরপর বুধবার সন্ধ্যায় জামপুর ইউনিয়নের আলমপুরা এলাকায় হাত পা বাঁধা অবস্থায় মরদেহ ভেসে উঠার খবর পেয়ে মরদেহ শনাক্ত করি।

বৈদ্যেবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মাহবুবুর রহমান বলেন, মাত্র ঘটনাস্থলে পৌঁছেছি। মরদেহ উদ্ধারের কাজ চলছে।

মো. আকাশ/এএইচ/জেআইএম

Read Entire Article