ব্রাকসু নির্বাচনের তপশিল ঘোষণা, ভোট ২৯ ডিসেম্বর

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনের তপশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২৯ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে সংবাদ সম্মেলন করে নির্বাচনের পূর্ণাঙ্গ তপশিল ঘোষণা করেন ব্রাকসু নির্বাচন কমিশনার ড. মোহসিনা আহসান। সংবাদ সম্মেলনে জানানো হয়, ২২ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর ২৬ নভেম্বর প্রকাশ পাবে চূড়ান্ত ভোটার তালিকা। মনোনয়নপত্র বিতরণ করা হবে ২৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত। মনোনয়নপত্র দাখিলের সময় নির্ধারণ করা হয়েছে ২ ও ৩ ডিসেম্বর। তপশিল অনুযায়ী ৪ ও ৬ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হবে এবং ৭ ডিসেম্বর প্রকাশ করা হবে প্রার্থীদের প্রাথমিক তালিকা। ৮ ডিসেম্বর প্রাথমিক তালিকা নিয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি হবে। ৯ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে প্রার্থীদের ডোপ টেস্ট। সবশেষে ১৩ ডিসেম্বর ঘোষিত হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। ঘোষণা অনুযায়ী, ২৯ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। ভোট শেষে একই দিন রাতে ফলাফল প্রকাশ করা হবে বলেও জ

ব্রাকসু নির্বাচনের তপশিল ঘোষণা, ভোট ২৯ ডিসেম্বর

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনের তপশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২৯ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে সংবাদ সম্মেলন করে নির্বাচনের পূর্ণাঙ্গ তপশিল ঘোষণা করেন ব্রাকসু নির্বাচন কমিশনার ড. মোহসিনা আহসান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২২ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর ২৬ নভেম্বর প্রকাশ পাবে চূড়ান্ত ভোটার তালিকা। মনোনয়নপত্র বিতরণ করা হবে ২৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত। মনোনয়নপত্র দাখিলের সময় নির্ধারণ করা হয়েছে ২ ও ৩ ডিসেম্বর।

তপশিল অনুযায়ী ৪ ও ৬ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হবে এবং ৭ ডিসেম্বর প্রকাশ করা হবে প্রার্থীদের প্রাথমিক তালিকা। ৮ ডিসেম্বর প্রাথমিক তালিকা নিয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি হবে। ৯ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে প্রার্থীদের ডোপ টেস্ট। সবশেষে ১৩ ডিসেম্বর ঘোষিত হবে চূড়ান্ত প্রার্থী তালিকা।

ঘোষণা অনুযায়ী, ২৯ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। ভোট শেষে একই দিন রাতে ফলাফল প্রকাশ করা হবে বলেও জানায় নির্বাচন কমিশন।

এর আগে সকাল থেকে নির্বাচনের সুস্পষ্ট রোড ম্যাপ ও ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।  

প্রতিষ্ঠার ১৭ বছরেও বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়নি। জুলাই আন্দোলনের পর  ব্রাকসু নির্বাচনের দাবিতে আন্দোলনে নামেন। কয়েক দফা অবস্থান কর্মসূচি ও আমরণ অনশন শেষে গত ২৮ অক্টোবর রাষ্ট্রপতি ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইন, ২০০৯’-এ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ আইনের অনুমোদন দেন।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow