ব্রাজিল-আর্জেন্টিনার সঙ্গে বিশ্বকাপে থাকছে বাংলাদেশও

2 hours ago 5

খো খো-এর প্রথম বিশ্বকাপ আসর বসছে ভারতের দিল্লিতে। ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে ১৩ থেকে ১৯ জানুয়ারি অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপে থাকছে বাংলাদেশ নারী ও পুরুষ দল। প্রথম আসরে অংশ নিতে শনিবার ভারত গেছে ৩৮ সদস্যের কন্টিনজেন্ট। ছেলে ও মেয়েদের প্রতি দলের খেলোয়াড় ১৫ জন করে।

খো খো মূলত গ্রামীণ খেলা। এর আগে বাংলাদেশ চারবার এশিয়া কাপে অংশ নিয়েছে। এর মধ্যে তিনবার হয়েছে রানার্সআপ। এই খেলায় সেরা ভারত। এশিয়া কাপের চার আসরেই শিরোপা জিতেছে তারা।

বাংলাদেশ দুইবার এসএ গেমসে অংশ নিয়েছে। দুই বিভাগেই বাংলাদেশ রৌপ্য জিতেছে। তবে বিশ্বকাপের মতো আসরে গিয়ে বাংলাদেশ কতদূর যেতে পারবে, সেটাই দেখার। যাওয়ার আগে দলের খেলোয়াড়-কর্মকর্তারা শীর্ষ চারে থাকার লক্ষ্যের কথা বলে গেছেন।

এই বিশ্বকাপে ২৩ দেশের অংশ নেওয়ার কথা রয়েছে। খো খো-এর প্রচলন দক্ষিণ এশিয়াতেই বেশি। তবে বিশ্বকাপে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, আর্জেন্টিনা, ইরান, দক্ষিণ কোরিয়ার মতো দেশও আছে।

আরআই/এমএমআর/এমএস

Read Entire Article