ব্রাজিল দলে জায়গা না পেয়ে নেইমারের রহস্যময় বার্তা

7 hours ago 4
ব্রাজিল জাতীয় দলের আসন্ন বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুই ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি নেইমারের। বিশ্বকাপ বাছাইপর্বের আসন্ন ম্যাচগুলোকে সামনে রেখে কার্লো আনচেলত্তি যখন দল ঘোষণা করলেন, তখন সেলেসাওর সবচেয়ে বড় তারকার জায়গা হয়নি। তবে চুপ করে থাকেননি নেইমার—সোশ্যাল মিডিয়ায় জানালেন নিজের বার্তা। ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ডকে দলে না নেওয়ার কারণ হিসেবে আনচেলত্তি বলেছেন, নেইমারের একটি ছোটখাটো সমস্যা রয়েছে। সেটি মিটিয়ে তিনি ফিরবেন বলেই আশা। যদিও বার্সেলোনা ও পিএসজিতে দারুণ ক্যারিয়ার কাটানো নেইমার সান্তোসে ফিরেও ধারাবাহিক হতে পারছেন না। ১৯ ম্যাচে করেছেন মাত্র ৬ গোল, করিয়েছেন ৩টি অ্যাসিস্ট—যা বড় তারকার মানদণ্ডে একেবারেই প্রত্যাশার বাইরে। এদিকে দল ঘোষণার পরপরই নেইমার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন জিমে কঠোর অনুশীলনের একটি ছবি। হাতে কেটলবেল নিয়ে ঘাম ঝরানোর সঙ্গে লিখেছেন—  সফলতা আসে আকাঙ্ক্ষা, দৃঢ়তা আর অধ্যবসায়ের মাধ্যমে। লক্ষ্য পূরণ না হলেও, যারা লড়াই করে বাধা অতিক্রম করে, তারা অন্তত প্রশংসনীয় কিছু করে যায়। এই পোস্টকে অনেকে দেখছেন নেইমারের প্রত্যাবর্তনের ইঙ্গিত হিসেবে। আনচেলত্তি এখনও নেইমারের গুণগান করেছেন, তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন—দলে ফেরার জন্য ফর্ম ও ফিটনেসই হবে সবচেয়ে বড় শর্ত। বিশ্বকাপ শুরু হতে আর এক বছরেরও কম সময় বাকি। সেই আসরে জায়গা করে নিতে নেইমারকে প্রমাণ করতে হবে যে তিনি এখনও সেলেসাওর ভরসার নাম। ব্রাজিল বর্তমানে বিশ্বকাপ বাছাইপর্বের তালিকায় তৃতীয় স্থানে। সেপ্টেম্বরের ৫ তারিখে তারা মুখোমুখি হবে চিলির, পাঁচ দিন পর প্রতিপক্ষ বলিভিয়া। নেইমার এই ম্যাচগুলোতে থাকবেন না নিশ্চিতভাবেই। তবে তিনি কি আবারও ফিরতে পারবেন হলুদ-সবুজ জার্সিতে? এই প্রশ্নের উত্তর লুকিয়ে তার পরবর্তী কয়েক মাসের ফর্মেই।
Read Entire Article