ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য সান্তা ক্যাটারিনায় শনিবার (২১ কজস) একটি গরম বাতাসের বেলুন বিধ্বস্ত হয়ে কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। স্থানীয় ও রাজ্য কর্মকর্তারা জানিয়েছেন, বেলুনটি বিধ্বস্ত হওয়ার সময় ২১ জন যাত্রী বহন করছিল।
রাজ্যের দমকল বিভাগ জানিয়েছে, ভোরের দিকে উড্ডয়নের সময় পর্যটন বেলুনটিতে আগুন ধরে যায় এবং প্রাইয়া গ্রান্ডে শহরে এটি বিধ্বস্ত হয়।
রাজ্যের গভর্নর জর্গিনহো মেলো এক্স-পোস্টে... বিস্তারিত