ব্রাজিলে সুপ্রিম কোর্টের বাইরে বিস্ফোরণ

1 week ago 8

ব্রাজিলে সুপ্রিম কোর্টের বাইরে বিস্ফোরণের ঘটনায় একজন নিহত হয়েছে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় সুপ্রিম কোর্টের বাইরে দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপরই সুপ্রিম কোর্ট ভবন খালি করা হয়েছে এবং একজনের মরদেহ উদ্ধার করা হয়। খবর বিবিসির।

রাজধানী ব্রাসিলিয়ার ‘থ্রি পাওয়ার্স প্লাজা’ এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওই এলাকায় দেশটির সুপ্রিম কোর্ট, প্রেসিডেন্ট প্রাসাদ এবং পার্লামেন্ট অবস্থিত।

ব্রাসিলিয়ার ডেপুটি গভর্নর বলেছেন, এক ব্যক্তি আদালতে প্রবেশের চেষ্টা করলে তাকে বাধা দেওয়ার পরেই বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ নিশ্চিত করেছে, ওই ভবনের বাইরে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এক সরকারি কর্মকর্তা এই ঘটনাকে ইচ্ছাকৃত হামলা বলে নিন্দা জানিয়েছেন এবং বিস্ফোরণের ঘটনা সম্পূর্ণ তদন্ত করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

তিনি বলেন, এই হামলার পেছনের উদ্দেশ্য আমাদের জানতে হবে এবং দেশে যত দ্রুত শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনতে হবে।

পুরো এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। বেশ কিছু সংবাদমাধ্যমের ছবিতে দেখা গেছে, আদালত প্রাঙ্গনের বাইরে এক ব্যক্তির মরদেহ পড়ে আছে।

পুলিশের এক মুখপাত্র এএফপিকে জানিয়েছেন যে, তারা সুপ্রিম কোর্টের বাইরে একটি মরদেহ পড়ে থাকতে দেখেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

টিটিএন

Read Entire Article