বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে চিলিকে উড়িয়ে জয় নিয়ে মাঠ ছেড়েছে ব্রাজিল। একের পর এক আক্রমণে চিলির রক্ষণভাগের ফুটবলারদের ব্যস্ত সময় পার করায় সেলেসাওরা। প্রথমার্ধে ১ গোলে এগিয়ে থাকা ব্রাজিল শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।
চিলির বিপক্ষে নিজেদের মাঠে ৪ মিনিটেই বল জালে জড়িয়েছিল ব্রাজিল। অফসাইড হওয়ায় সে যাত্রায় বেঁচে যায় চিলি। ৩৮ মিনিটে এস্তেভাওয়ের গোল ব্রাজিলকে শেষমেশ লিড এনে দেয়।
৪৫ মিনিটে চিলির গিয়ের্মো মারিপানকে রেফারি লাল কার্ড দেখালেও ভিএআরের কল্যাণে মাঠ ছাড়তে হয়নি তাকে। হলুদ কার্ডে রক্ষা পান তিনি। এরপর অবশ্য গুরুতর এক ফাউলের জন্য কাসেমিরোকে হলুদ কার্ড দেখতে হয়েছে প্রথমার্ধের একেবারে শেষদিকে।
বিস্তারিত আসছে...