ব্রাজিলের প্রতিপক্ষ ইউরোপীয় দুই জায়ান্ট, কবে কোন ম্যাচ

ইতোমধ্যেই অনুষ্ঠিত হয়েছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের ড্র। গ্রুপপর্বে কে কার সঙ্গে লড়বে সেটিও চূড়ান্ত। ভেন্যু এবং ম্যাচের সূচিও আজ প্রকাশ হওয়ার কথা রয়েছে। বিশ্বকাপের গ্রুপপর্বে ব্রাজিল তুলনামূলক সহজ প্রতিপক্ষই পেয়েছে। বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ব্রাজিল আগামী বছরের মার্চে ইউরোপীয় দুই পরাশক্তির বিপক্ষে দুটি ম্যাচ ঠিক করেছে।  আগামী বছরের মার্চে রয়েছে ফিফার আন্তর্জাতিক উইন্ডো। ওই সময় যে ব্রাজিল প্রীতি ম্যাচ খেলবে তা নিশ্চিতই ছিলো। তবে এতদিন প্রতিপক্ষ চূড়ান্ত ছিলো না। বিশ্বকাপ ড্র অনুষ্ঠানের পরই সেই দুই ম্যাচের জন্য প্রতিপক্ষ নির্ধারণ করেছে সিবিএফ।  জানা গেছে, বিশ্বকাপের প্রস্তুতি আরও ভালোভাবে সম্পন্ন করতে মার্চের ফিফা উইন্ডোতে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার সঙ্গে খেলবে ব্রাজিল। প্রতিপক্ষ চূড়ান্ত হলেও এখনও সময়সূচি চূড়ান্ত হয়নি। ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) সভাপতি সামির দাউদ জানান, আমাদের আসন্ন দুটি ম্যাচের প্রতিপক্ষ চূড়ান্ত– ফ্রান্স এবং ক্রোয়েশিয়া।  মার্চের সেই উইন্ডোতে ফ্রান্সও দুই প্রীতি ম্যাচ খেলবে, যার একটি ব্রাজিলের বিপক্ষে এবং অপরটি কলম্বিয়ার। যুক্তরাষ্ট্রের বোস্টন ও ফ্লোরিডায় ম্যাচ দুট

ব্রাজিলের প্রতিপক্ষ ইউরোপীয় দুই জায়ান্ট, কবে কোন ম্যাচ

ইতোমধ্যেই অনুষ্ঠিত হয়েছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের ড্র। গ্রুপপর্বে কে কার সঙ্গে লড়বে সেটিও চূড়ান্ত। ভেন্যু এবং ম্যাচের সূচিও আজ প্রকাশ হওয়ার কথা রয়েছে। বিশ্বকাপের গ্রুপপর্বে ব্রাজিল তুলনামূলক সহজ প্রতিপক্ষই পেয়েছে। বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ব্রাজিল আগামী বছরের মার্চে ইউরোপীয় দুই পরাশক্তির বিপক্ষে দুটি ম্যাচ ঠিক করেছে। 

আগামী বছরের মার্চে রয়েছে ফিফার আন্তর্জাতিক উইন্ডো। ওই সময় যে ব্রাজিল প্রীতি ম্যাচ খেলবে তা নিশ্চিতই ছিলো। তবে এতদিন প্রতিপক্ষ চূড়ান্ত ছিলো না। বিশ্বকাপ ড্র অনুষ্ঠানের পরই সেই দুই ম্যাচের জন্য প্রতিপক্ষ নির্ধারণ করেছে সিবিএফ। 

জানা গেছে, বিশ্বকাপের প্রস্তুতি আরও ভালোভাবে সম্পন্ন করতে মার্চের ফিফা উইন্ডোতে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার সঙ্গে খেলবে ব্রাজিল। প্রতিপক্ষ চূড়ান্ত হলেও এখনও সময়সূচি চূড়ান্ত হয়নি। ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) সভাপতি সামির দাউদ জানান, আমাদের আসন্ন দুটি ম্যাচের প্রতিপক্ষ চূড়ান্ত– ফ্রান্স এবং ক্রোয়েশিয়া। 

মার্চের সেই উইন্ডোতে ফ্রান্সও দুই প্রীতি ম্যাচ খেলবে, যার একটি ব্রাজিলের বিপক্ষে এবং অপরটি কলম্বিয়ার। যুক্তরাষ্ট্রের বোস্টন ও ফ্লোরিডায় ম্যাচ দুটি হতে পারে ২৩ থেকে ৩১ মার্চের মাঝে। অর্থাৎ, ব্রাজিল-ফ্রান্স ম্যাচটি নিশ্চিতভাবেই মার্চের শেষ সপ্তাহের কোনো একদিন মাঠে গড়াবে। 

২০১৫ সালে সর্বশেষ ব্রাজিল-ফ্রান্স মুখোমুখি হয়েছিল। শেষ দু’বারই ফ্রান্সের জালে ৩ গোল করে জিতেছিল সেলেসাওরা। তবে ২০০৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে এই ফ্রান্সের কাছে হেরেই বিদায় নিতে হয়েছিল ব্রাজিলকে।

ক্রোয়েশিয়ার সঙ্গেও ব্রাজিলের শেষ স্মৃতি সুখকর নয়। কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। যেখানে নির্ধারিত সময়ে ১-১ সমতায় থাকার পর টাইব্রেকারে দুঃসহ স্মৃতি নিয়ে ফেরে ব্রাজিল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow