ব্রাজিলের মন্ত্রীর মার্কিন ভিসা বাতিল, দায়িত্বজ্ঞানহীন বললেন লুলা

2 weeks ago 11

ব্রাজিলের বিচারমন্ত্রী রিকার্দো লেওয়ানডস্কির ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এমন অভিযোগ করেছে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা। 

মঙ্গলবার (২৬ আগস্ট) রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, এক ভাষণে ব্রাজিলের বিচারমন্ত্রীর ভিসা বাতিলের বিষয়টি জানান লুলা। তিনি বলেন, আমার সহকর্মী লেওয়ানডস্কির ভিসা বাতিল করে যুক্তরাষ্ট্র দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ নিয়েছে। আমি এবং আমার সরকার লেওয়ানডস্কির প্রতি সংহতি প্রকাশ করছি।

তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি। আবার লুলার বক্তব্যের প্রতিক্রিয়াও জানায়নি। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র বলে পরিচিত ব্রাজিলের সাবেক ডানপন্থি প্রেসিডেন্ট জইর বলসোনারো। তার বিরুদ্ধে অভ্যুত্থান ষড়যন্ত্রের অভিযোগে বিচার শুরু করেছে বর্তমান লুলার প্রশাসন। যুক্তরাষ্ট্র বিষয়টি সমর্থন করছে না। এ বিচার ঠেকাতে সিলভা নেতৃত্বাধীন প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে তারা। ধারণা করা হচ্ছে, বিচারমন্ত্রীর ভিসা বাতিলের এই পদক্ষেপ শাস্তিমূলক।


এদিকে সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর ওপর পুলিশের নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন ব্রাজিলের প্রসিকিউটররা। অভ্যুত্থান প্রচেষ্টার অভিযোগে সুপ্রিম কোর্টে তার বিচারের শেষ ধাপ চলছে।

ওয়ার্কার্স পার্টির ককাস নেতা ডেপুটি লিন্ডবার্গ অভিযোগ করেন, বলসোনারোর ‘দেশত্যাগের সুনির্দিষ্ট ঝুঁকি’ রয়েছে।

প্রসিকিউটরদের নোটে পুলিশকে নির্দেশ দেওয়া হয়, নিষেধাজ্ঞার অধীনে থাকা এই সাবেক নেতাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখতে।

ফেডারেল পুলিশ জানিয়েছে, বলসোনারো আদালতের শর্ত ভেঙে আসামিদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং সাও পাওলো ও রিও ডি জেনিরোর বিক্ষোভ সম্পর্কিত শত শত ভিডিও শেয়ার করেছেন।

Read Entire Article