ব্রাহ্মণবাড়িয়ায় ৮ ঘণ্টা পর আপলাইনে ট্রেন চলাচল শুরু

1 month ago 33

ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেনের একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হওয়ার আট ঘণ্টা পর আপলাইনে ঢাকা-চট্টগ্রাম এবং সিলেট রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) বেলা ১২টা দিকে রেলস্টেশন অতিক্রম করে কিছুদূর যাওয়ার পর বড় হরণ এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে ঢাকাগামী একটি মালবাহী ট্রেনের বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। এ ঘটনায় আপ লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। রাত ৭টা ৫০ মিনিটের দিকে লাইনটি সচল হয়।

ব্রাহ্মণবাড়িয়া স্টেশন মাস্টার মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, দুপুরে ঢাকাগামী একটি মালবাহী ট্রেনের একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। এতে আপলাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছিল। খবর পেয়ে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধার ও টেকনিক্যাল মেরামতের কাজ পরিচালনা করার পর রাতে আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

Read Entire Article