ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- জামাল মিয়ার দুই সন্তান তিশা (৯) ও আরিয়ান (৬)।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুদের পানিতে নামার বিষয়টি পরিবারের কেউ খেয়াল করেনি। পরে পাশের বাড়ির এক ব্যক্তি গোসল করতে গিয়ে প্রথমে এক শিশুকে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান। সন্দেহ হলে তিনি ডুব দিয়ে খুঁজতে গিয়ে অপর শিশুকেও উদ্ধার করেন।
দুই শিশুকে দ্রুত নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনূর ইসলাম কালবেলাকে বলেন, ঘটনার বিষয়টি আমি জেনেছি। তবে স্বজনরা এসে হাসপাতাল থেকে শিশু দুটির মরদেহ বাড়িতে নিয়ে গেছে।