ব্রাহ্মণবাড়িয়ায় ‘শালিসকে’ কেন্দ্র করে গুলিবিদ্ধ যুবক
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় মো. জালাল (২৩) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে কালীবাড়ি এলাকায় হঠাৎ করেই গোলাগুলির শব্দ শোনা যায়। এতে শ্যামগ্রাম ইউনিয়নের শাহবাজপুর গ্রামের মাইক্রোবাস চালক হেলাল মিয়ার ছেলে মো. জালাল গুলিবিদ্ধ হন। জালাল নবীনগর পৌর এলাকার ৫নং ওয়ার্ডের মাঝিকাড়া গ্রামে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। গুলিবিদ্ধ জালালকে পথচারিরা দ্রুত উদ্ধার করে নবীনগর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা হাসপাতালে রেফার করেন। নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত ডা. অঙ্কন এই তথ্য নিশ্চিত করেছেন। গুলিবিদ্ধ জালালের সঙ্গে কথা বলে জানা যায়, হামলাকারীরা পার্শ্ববর্তী নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মির্জাচর-বাঁশগাড়ির বাসিন্দা। ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধ বা কোনো ব্যক্তিগত আক্রোশের জেরে এই ঘটনা ঘটেছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, কোনো একটি বিচার-শালিসকে কেন্দ্র করে এ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় মো. জালাল (২৩) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।
শুক্রবার (১২ ডিসেম্বর) এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে কালীবাড়ি এলাকায় হঠাৎ করেই গোলাগুলির শব্দ শোনা যায়। এতে শ্যামগ্রাম ইউনিয়নের শাহবাজপুর গ্রামের মাইক্রোবাস চালক হেলাল মিয়ার ছেলে মো. জালাল গুলিবিদ্ধ হন। জালাল নবীনগর পৌর এলাকার ৫নং ওয়ার্ডের মাঝিকাড়া গ্রামে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।
গুলিবিদ্ধ জালালকে পথচারিরা দ্রুত উদ্ধার করে নবীনগর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা হাসপাতালে রেফার করেন।
নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত ডা. অঙ্কন এই তথ্য নিশ্চিত করেছেন।
গুলিবিদ্ধ জালালের সঙ্গে কথা বলে জানা যায়, হামলাকারীরা পার্শ্ববর্তী নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মির্জাচর-বাঁশগাড়ির বাসিন্দা। ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধ বা কোনো ব্যক্তিগত আক্রোশের জেরে এই ঘটনা ঘটেছে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, কোনো একটি বিচার-শালিসকে কেন্দ্র করে এই গোলাগুলির ঘটনা ঘটতে পারে।
ঘটনাস্থলে গিয়ে নবীনগর সার্কেল পুলিশ তিনটি গুলি উদ্ধার করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ জড়িতদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।
What's Your Reaction?