ব্রাহ্মণবাড়িয়া কারাগারে হাজতির মৃত্যু

3 months ago 10

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে জুনায়েদ (৩২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) সকাল ১০টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জুনায়েদ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পরমানন্দপুর গ্রামের হেকমত আলীর ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া কারাগারের জেলার মো. কামরুল ইসলাম জানান, জুনায়েদ মাদকাসক্ত ছিলেন। ৪ জুন পরিবারের অভিযোগের ভিত্তিতে তাকে আদালত কারাগারে পাঠায়। মঙ্গলবার সে অসুস্থ হয়ে পড়লে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থা মারা যায়। মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আবুল হাসনাত মো. রাফি/এএইচ/জিকেএস

Read Entire Article