ব্রাহ্মণবাড়িয়ায় চীনা নাগরিকসহ ৬ জনের জেল

2 months ago 7

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অবৈধ সীসা কারখানায় অভিযান চালিয়ে তিন চীনা নাগরিকসহ ছয়জনকে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ওই কারখানা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে উপজেলার সোনারামপুর এলাকায় অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফে মোহাম্মদ ছড়া।

দণ্ডপ্রাপ্তরা হলেন, চীনা নাগরিক ঝানা ইয়াংলিয়াং (৪৪), ঝু শিংলিয়াং (৪১), সান বেনহুয়া (৬৩), বাংলাদেশি মো. ইফতেয়ার সিকদার (৩৩), মো. সোহাগ মিয়া (২৫) ও মো. দিদার (২৬)।

পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. রাখিবুল হাসান জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া অবৈধভাবে সিসা কারখানা স্থাপন করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন তারা। কারখানায় সিসা গলানোতে পরিবেশে মারাত্মক প্রভাব পড়ছিল। কারখানাটি অভিযান পরিচালনা করে তিন চীনা নাগরিকসহ ছয়জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অবৈধ সিসা তৈরির কারখানা বন্ধ করা হয়।

আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/জেআইএম

Read Entire Article