ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু

3 months ago 12
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ মে) দুপুরে উপজেলার কুন্ডা গ্রামে এ ঘটনা ঘটে।  মৃতরা হলো- তাছকিয়া বেগম (৩) ও তারা নূর (৩)। তারা সম্পর্কে মামাত-ফুফাত বোন। মৃত তাছকিয়া কুন্ডা গ্রামের মাফিকুল মিয়ার মেয়ে আর তারা নূর ধানতলিয়া গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে। পুলিশ ও মৃতদের পরিবারিক সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে তাছকিয়া ও তারা বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় সবার অগোচরে তারা বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর মুমূর্ষু অবস্থায় তাদেরকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করে। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, মৃতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহগুলো হস্তান্তর করা হয়েছে।
Read Entire Article