ব্রাহ্মণবাড়িয়ায় মাদকসহ আ.লীগ নেতা গ্রেপ্তার

1 month ago 19

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইয়াবাসহ মো. নাছির উল্লাহ ভূইয়া নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার মো. নাছির উল্লাহ ভূইয়া আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উত্তর মিনারকোট গ্রামের মৃত হাসমত আলী ভুঁইয়ার ছেলে।
 
ওসি মো. ছমিউদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) রাতে কসবা-আখাউড়া সড়কের মোগড়া উচ্চ বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে মো. নাছির উল্লাহ ভূইয়াকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৯০০ পিস উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক মামলা দেওয়া হয়েছে। এ ছাড়া আখাউড়া থানার একটি বিস্ফোরক আইনে করা মামলার তদন্তপ্রাপ্ত আসামি তিনি।

Read Entire Article