কাল ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেট হারালে অতিরিক্ত আধা ঘণ্টা খেলার আবেদন জানায় অস্ট্রেলিয়া। শামার জোসেফ তখন মারমুখী মেজাজে ছিলেন, একবার সীমানায় তাঁর ক্যাচও ফেলেন স্যাম কনস্টাস। অন্যদিকে জাস্টিন গ্রিভস করছিলেন ধীরস্থির ব্যাটিং।
সব মিলিয়ে মনে হচ্ছিল, খেলা চতুর্থ দিনে গড়াতে পারে। তবে শামার জোসেফ স্লিপে ক্যাচ দেন, এরপরই শর্ট লেগে ক্যাচ তুলে দিয়ে ফেরেন জেইডেন সিলস। এই দুই উইকেটই পড়েছে নাথান লায়নের করা... বিস্তারিত