কুমিল্লার লাকসামের মনপালের নলুয়া খালের ওপরে নির্মিত একটি ব্রিজ দুই মাস ধরে ভেঙে পড়ে আছে। এতে দুর্ভোগে পড়েছেন ১০-১২ গ্রামের অর্ধ লক্ষাধিক মানুষ। এটি দেখার যেন কেউ নেই। উপজেলার মনপাল গ্রামের হাজী মার্কেট সংলগ্ন এলাকায় গিয়ে দেখা গেছে ব্রিজের এই বেহাল দশা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ১৯৯৬ সালে ব্রিজটি নির্মাণ করা হয়। দুই বছর আগে ব্রিজের ওপর দিয়ে সড়ক নির্মাণের সামগ্রী নিতে রেলিং ভেঙে ফেলা হয়। এতে ব্রিজটি দুর্বল হয়ে পড়ে। দুই মাস আগে ব্রিজের কিছু অংশ ভেঙে পড়ে। এতে ব্রিজের রড বের হয়ে আসে। রেলিংবিহীন ভাঙা ব্রিজটি যেন কঙ্কাল হয়ে দাঁড়িয়ে আছে। রডের ওপর কাঠের তক্তা দিয়ে গ্রামবাসী জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে।
প্রতিদিন এই ব্রিজ দিয়ে কৃষ্ণপুর, তপৈয়া, মনপাল, রাজাপুরের লোকজন পাশের ষোলদনা, পলকট, মামিশ্বর, আতাকরা, দীঘধাইর, নাড়িদিয়াসহ বিভিন্ন গ্রামে যাতায়াত করে। এছাড়াও খিলা গণউদ্যোগ বালিকা বিদ্যালয়, বারাকাতবাগ দাখিল মাদরাসা, উত্তরদা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এই পথে চলাচল করে।
মনপাল গ্রামের বাসিন্দা ওবায়দুল হক মজুমদার, লতিফুর রহমান খোকন, সামছুল হুদা, অহিদুল ইসলাম জানান, এই ব্রিজের ওপর দিয়ে ১০-১২ গ্রামের অর্ধ লক্ষাধিক মানুষ চলাচল করে। ব্রিজটি ২ মাস ধরে ভেঙে পড়ে আছে। এ নিয়ে কর্তৃপক্ষের কোনো নজর নেই। বোরো ধান কেটে বাড়িতে নিতে কৃষকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। তারা দ্রুত এই ব্রিজটি নতুন করে নির্মাণের দাবি জানান।
এ বিষয়ে লাকসাম উপজেলা প্রকৌশলী সাদিকুল জাহান রিদান বলেন, মনপালে ব্রিজ ভেঙে যাওয়ার বিষয়টি আমাদের জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
জাহিদ পাটোয়ারী/এফএ/জিকেএস