নরসিংদীর শিবপুরে ব্রিজের নিচ থেকে কবির হোসেন (৩৫) নামে এক কাপড় ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে শিবপুর-জাল্লারা সড়কের ধনাইয়া নতুন ব্রিজের নিচ থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
নিহত কবির হোসেন জয়নগর ইউনিয়নের ধনাইয়া গ্রামের মৃত আলিমুদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শিবপুর জনতা ব্যাংক মার্কেটে কাপড়ের ব্যবসা করে আসছিলেন। শিবপুর মডেল থানার (ওসি) আফজাল হোসাইন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৯টার দিকে কবির হোসেন ব্যবসায়িক কাজ শেষে মোটরসাইকেলে বাড়িতে রওয়ানা দেন। মোবাইল ফোনে কবির অন্য একজনের সঙ্গে কথা বলার সময় অপর প্রান্তের ব্যক্তি বুঝতে পারে ছিনতাইকারীদের কবলে পড়েছেন কবির। পরে অপর প্রান্তের ব্যক্তি কবিরের বাড়িতে খবর দিলে কবিরের স্বজন ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করেন। সারারাত পরিবারের লোকজন ও পুলিশ তাকে বহু খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি। বুধবার সকালে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে ব্রিজের নিচে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।
তারা আরও জানান, নিহতের ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল ফোন নিয়ে গেছে ছিনতাইকারীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
শিবপুর মডেল থানার ওসি আফজাল হোসাইন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত কবির ছিনতাইয়ের কবলে পড়ে খুন হয়েছেন। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে।