ব্রুকলিনের কারাগারে রাখা হয়েছে নিকোলাস মাদুরোকে

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রুকলিনে অবস্থিত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে (এমডিসি) নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। এর আগে শনিবার ভোরে তাকে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে নেওয়া হয়। সেখান থেকে নিউইয়র্কে মাদক নিয়ন্ত্রণ সংস্থার (ডিইএ) কার্যালয়ে হাজির করা হয় মাদুরোকে। পরে তাকে ব্রুকলিনের এই ফেডারেল কারাগারে স্থানান্তর করা হয়। মাদুরোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক পাচার ও অস্ত্র চোরাচালানের অভিযোগে মামলা করা হয়েছে। তবে তিনি শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। আদালত সূত্র জানিয়েছে, মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে নিউইয়র্কের একটি আদালতে হাজির করা হবে। তবে কবে আদালতে তোলা হবে, তা এখনো জানানো হয়নি। আগামী সপ্তাহে ম্যানহাটনের ফেডারেল আদালতে শুনানি শুরু হওয়ার আগ পর্যন্ত তাকে এই কারাগারেই রাখা হবে বলে জানা গেছে। মাদুরোর স্ত্রী কোথায় আছেন বা তাকে কোথায় রাখা হয়েছে—এ বিষয়ে এখনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। নিউইয়র্ক সিটির একমাত্র ফেডারেল কারাগার হলো এই মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার। এর আগে ঘিসলেইন ম্যাক্সওয়েলসহ একাধিক আলোচ

ব্রুকলিনের কারাগারে রাখা হয়েছে নিকোলাস মাদুরোকে

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রুকলিনে অবস্থিত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে (এমডিসি) নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

এর আগে শনিবার ভোরে তাকে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে নেওয়া হয়। সেখান থেকে নিউইয়র্কে মাদক নিয়ন্ত্রণ সংস্থার (ডিইএ) কার্যালয়ে হাজির করা হয় মাদুরোকে। পরে তাকে ব্রুকলিনের এই ফেডারেল কারাগারে স্থানান্তর করা হয়।

মাদুরোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক পাচার ও অস্ত্র চোরাচালানের অভিযোগে মামলা করা হয়েছে। তবে তিনি শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

আদালত সূত্র জানিয়েছে, মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে নিউইয়র্কের একটি আদালতে হাজির করা হবে। তবে কবে আদালতে তোলা হবে, তা এখনো জানানো হয়নি। আগামী সপ্তাহে ম্যানহাটনের ফেডারেল আদালতে শুনানি শুরু হওয়ার আগ পর্যন্ত তাকে এই কারাগারেই রাখা হবে বলে জানা গেছে।

মাদুরোর স্ত্রী কোথায় আছেন বা তাকে কোথায় রাখা হয়েছে—এ বিষয়ে এখনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

নিউইয়র্ক সিটির একমাত্র ফেডারেল কারাগার হলো এই মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার। এর আগে ঘিসলেইন ম্যাক্সওয়েলসহ একাধিক আলোচিত বন্দিকে এখানে রাখা হয়েছিল। কারাগারটি নোংরা পরিবেশ, সহিংসতা এবং বন্দিদের প্রতি অবহেলার অভিযোগের কারণে আগেও সমালোচনার মুখে পড়েছে।

সূত্র : বিবিসি

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow