ব্রুকের টানা দ্বিতীয় সেঞ্চুরির পরও ২৮০ রানে অলআউট ইংল্যান্ড

1 month ago 23

হ্যারি ব্রুকের ব্যাটে বসন্ত চলছেই। ক্রাইস্টচার্চে আগের টেস্টে এক ইনিংস ব্যাটিং করার সুযোগ পেয়ে খেলেছিলেন ১৭১ রানের ইনিংস। এবার ওয়েলিংটনেও দলের বিপদের মুখে হাঁকালেন লড়াকু এক সেঞ্চুরি।

ব্রুকের টানা দ্বিতীয় সেঞ্চুরির পরও অবশ্য প্রথম ইনিংসটা বড় হয়নি ইংল্যান্ডের। কিউই বোলারদের তোপে ২৮০ রানেই গুটিয়ে গেছে সফরকারীরা। বাজবল খেলে ওভারপ্রতি পাঁচের ওপর রান তুলেছে তারা।

টস হেরে ব্যাট করতে নেমে ৪৩ রানে ৪ উইকেট হারিয়ে বসেছিল ইংল্যান্ড। এরপর অলি পোপের (৬৬) সঙ্গে ১৭৪ রানের বড় জুটি গড়েন ব্রুক। দলীয় ২১৭ রানে সে জুটি ভাঙার পর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ইংলিশরা। ২১ রানে তারা হারায় শেষ ৪ উইকেট।

কিউই পেসার নাথান স্মিথ ৪টি আর উইল ও'ররকি নেন ৩টি উইকেট। ২ উইকেট শিকার ম্যাট হেনরির।

এমএমআর/এমএস

Read Entire Article