ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং সেন্টার চালু

2 days ago 15

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে নতুন ‘অফ-সাইট’ ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং সেন্টার চালু করা হয়েছে। ব্রিটিশ কাউন্সিল ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এ সেন্টার চালু করা হয়েছে।

ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফান ফোর্বস ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. ডেইভ ডোওল্যান্ডের মধ্যে একটি চুক্তি সইয়ের মাধ্যমে এ অংশীদারত্বের যাত্রা শুরু হয়।

ল্যাঙ্গুয়েজ সেন্টার সংশ্লিষ্টরা বলছেন, প্রাপ্তবয়স্কদের জন্য ইংরেজি ভাষা শিক্ষার ক্ষেত্রে এ অংশীদারত্ব গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে। ইংরেজি ভাষা শিক্ষার সেবা নিশ্চিত করতে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেন্টারকে আরও সহজগম্য করে তোলা হবে।

ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস বলেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং সেন্টার চালু করার ক্ষেত্রে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পার্টনারশিপ করতে পেরে আমরা আনন্দিত। উদ্যোগটি আমাদের বিশ্বমানের ইংরেজি ভাষা শিক্ষা কোর্স ও আইইএলটিএস প্রস্তুতি কোর্সকে সহজগম্য করে তুলবে, যা ঢাকার প্রাপ্তবয়স্ক শিক্ষার্থীদের অ্যাকাডেমিক, পেশাগত ও ব্যক্তিগত লক্ষ্য অর্জনে সহায়তা করবে।

এএএইচ/এমআইএইচএস

Read Entire Article