রাজধানীর মেরুল বাড্ডায় ব্র্যাক ইউনিভার্সিটির সামনে রাস্তা থেকে অবরোধ তুলে নিয়েছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে রাস্তা থেকে সরে যান তারা।
তবে শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে দেওয়ার পর ঘটনাস্থলে ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাসে হঠাৎ ভাঙচুর চালিয়েছে পথচারী কয়েকজন যুবক। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা চারদিকে ছোটাছুটি শুরু করেন।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় বাসচালকসহ দুইজনকে আটক করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
এদিকে, শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে দেওয়ার পর রামপুরা-কুড়িল সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। নতুন বাজার মোড় থেকেও অবরোধ তুলে নিয়েছেন আরও কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এর আগে বেলা সাড়ে ১১টা দিকে নতুন বাজার, মেরুল বাড্ডা ও রামপুরা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসব কর্মসূচিতে অংশ নেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, কানাডিয়ান ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি ও ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।
এএএইচ/এসএনআর/এএসএম