বড় আন্দোলনের প্রস্তুতি ইমরান খানের দলের, আলোচনার প্রস্তাব দিল প্রতিরক্ষা মন্ত্রণালয়
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে তার দল তেহরিকইইনসাফ (পিটিআই) ব্যাপক বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে।এমন পরিস্থিতিতে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ পিটিআইয়ের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছেন। রবিবার তিনি এ প্রস্তাব দেন এবং জানান, পিটিআইয়ের জন্য আলোচনার দরজা সবসময় খোলা। তবে ইমরান খান রাজনৈতিক নেতাদের চেয়ে সেনাবাহিনীর সঙ্গে আলাপ-আলোচনায় বেশি আগ্রহী। সম্প্রতি ইমরান খান সেনাবাহিনীর সঙ্গে আলোচনার আগ্রহ প্রকাশ করেনযা দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদনে উঠে আসে। তবে পাকিস্তানি সেনাবাহিনী এ ধরনের কোনো চুক্তির বিষয়টি অস্বীকার করেছে।