বড় চমক রেখে বিশ্বকাপের জন্য আয়ারল্যান্ডের দল ঘোষণা

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড। বৈশ্বিক আসরে দলটিকে নেতৃত্ব দিবেন পল স্টার্লিং।  তার সহকারীর ভূমিকায় রাখা হয়েছে লরকান টাকারকে। ঘোষিত দলে অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের মিশেল ঘটিয়েছে আইরিশরা। দলটির সবচেয়ে বড় চমক দুই ভাই হ্যারি টেক্টর ও টিম টেক্টরের বিশ্বকাপ দলে থাকা। ঘোষিত দলের ১২ জন ক্রিকেটারই যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ছিলেন। ৩ নতুন সংযোজন হলেন টিম টেক্টর, বেন ক্যালিৎজ ও ম্যাথু হামফ্রিস। এবারের বিশ্বকাপে অসাধারণ কিছু করে দেখাতে বদ্ধপরিকর আইরিশরা। দলটির নির্বাচক অ্যান্ড্রু হোয়াইট জানান, ভয়ডরহীন ক্রিকেট খেলাই তাদের লক্ষ্য থাকবে। তিনি বলেন, ‘আমরা বিশ্বকাপের জন্য খুব বেশি অধীর আগ্রহে অপেক্ষা করছি। ২০২২ সালে ভালো একটি টুর্নামেন্ট কাটিয়েছিলাম। কিন্তু সবশেষ বিশ্বকাপটা ভালো যায়নি। তখন থেকেই আমরা নিজেদের ভুলগুলো নিয়ে কাজ করে যাচ্ছি। আমাদের প্রস্তুতি ভালো। তাই কোনো রকম ভয় ছাড়াই ছেলেরা খেলতে নামবে।’ টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘বি’ গ্রুপে লড়বে আয়ারল্যান্ড। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা, বিশ্বচ্যাম্পিয়ন অস

বড় চমক রেখে বিশ্বকাপের জন্য আয়ারল্যান্ডের দল ঘোষণা

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড। বৈশ্বিক আসরে দলটিকে নেতৃত্ব দিবেন পল স্টার্লিং।  তার সহকারীর ভূমিকায় রাখা হয়েছে লরকান টাকারকে। ঘোষিত দলে অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের মিশেল ঘটিয়েছে আইরিশরা। দলটির সবচেয়ে বড় চমক দুই ভাই হ্যারি টেক্টর ও টিম টেক্টরের বিশ্বকাপ দলে থাকা।

ঘোষিত দলের ১২ জন ক্রিকেটারই যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ছিলেন। ৩ নতুন সংযোজন হলেন টিম টেক্টর, বেন ক্যালিৎজ ও ম্যাথু হামফ্রিস।

এবারের বিশ্বকাপে অসাধারণ কিছু করে দেখাতে বদ্ধপরিকর আইরিশরা। দলটির নির্বাচক অ্যান্ড্রু হোয়াইট জানান, ভয়ডরহীন ক্রিকেট খেলাই তাদের লক্ষ্য থাকবে। তিনি বলেন, ‘আমরা বিশ্বকাপের জন্য খুব বেশি অধীর আগ্রহে অপেক্ষা করছি। ২০২২ সালে ভালো একটি টুর্নামেন্ট কাটিয়েছিলাম। কিন্তু সবশেষ বিশ্বকাপটা ভালো যায়নি। তখন থেকেই আমরা নিজেদের ভুলগুলো নিয়ে কাজ করে যাচ্ছি। আমাদের প্রস্তুতি ভালো। তাই কোনো রকম ভয় ছাড়াই ছেলেরা খেলতে নামবে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘বি’ গ্রুপে লড়বে আয়ারল্যান্ড। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা, বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ওমান ও জিম্বাবুয়ে। আগামী ৮ ফেব্রুয়ারি কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আইরিশরা। গ্রুপ পর্বের তাদের সব ম্যাচই অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়।

আয়ারল্যান্ড স্কোয়াড: পল স্টার্লিং (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, বেন ক্যালিটজ, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, ম্যাথিউ হামফ্রিজ, জশ লিটল, ব্যারি ম্যাককার্থি, হ্যারি টেক্টর, টিম টেক্টর, লোরকান টাকার (সহ-অধিনায়ক), বেন হোয়াইট ও ক্রেগ ইয়াং।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow