আগের দিন ব্যাট হাতে নজর কাড়লেও দলকে সেভাবে এগিয়ে দিতে পারেননি ইফতিখার হোসেন ইফতি আর মইন খান। ঢাকা লিগে গুলশান ক্রিকেট ক্লাবের হয়ে খেলা ভোলা জেলার তরুণ অলরাউন্ডার ইফতি শতরান (১০৮) করেছেন। আর ধানমন্ডি স্পোর্টস ক্লাবের পক্ষে প্রিমিয়ার লিগে অংশ নেয়া বরিশালের অফস্পিনার কাম লেট অর্ডার মইন খানেন ৯১ রানের ইনিংস সত্ত্বেও প্রথম দিন শেষে খুব বেশি দূর আগাতে পারেনি বাংলাদেশ ইমার্জিং দল।
মঙ্গলবার শেরে বাংলায় দিন শেষে বাংলাদেশ ইমার্জিং দলের স্কোর ছিল ৭ উইকেটে ২৪৭। যেহেতু আগের দিন ৯ ব্যাটারের ৭ জনই ব্যর্থ হয়েছেন। তাই মনে হয়নি বাংলাদেশ ইমার্জিং দলের স্কোর ৩০০ পার হবে।
কিন্তু না, দুই বোলিং অলরাউন্ডার রিপন মন্ডল আর মেহেদি হাসান দলকে টেনে নিয়ে গেছেন অনেকদুর। ২৪০ রানে ৭ উইকেট হারানো স্বাগতিকরা আজ বুধবার প্রথম সেশনের পর ব্যাটিং করে শেষ পর্যন্ত অলআউট হয়েছে ৩৭১ রানে। শেষ ৩ উইকেটে যোগ হয়েছে ১৩১ রান।
যা করেছেন মূলতঃ ৩ বোলার। আগের দিনের অপরাজিত ব্যাটার রিপন মন্ডল ৮১ বলে ৪৩ রান করেছেন দুটি ছক্কা ও ৩ বাউন্ডারিতে। আর রাকিবলের সংগ্রহ ছিল ৫৭ বলে ৩১। এরপর আজ বুধবার সকালে নেমে ৬৮ বলে ৪ ছক্কা ও ৩ বাউন্ডারিতে ৪৪ রানের ঝোড়ো ইনিংস উপহার দিয়ে দলকে সাড়ে তিনশো পার করে নট আউট থাকেন পেসার মেহেদি।
এরপর এই তিন বোলার বল হাতে জ্বলে উঠলে বিপাকে পড়ে দক্ষিণ অফ্রিকান তরুণরা। দিন শেষে সফরকারিদের সংগ্রহ ৬ উইকেটে ১৫২। বাঁ-হাতি স্পিনার রাকিবুল ৬৩ রানে আর উদ্বোধনী বোলার রিপন মন্ডল ৩৫ রানে দুটি করে উইকেট পান।
পেসার মেহেদি (১৬ রানে) আর অফব্রেক বোলার নাইম আহমেদ (৩৮ রানে) একটি করে উইকেট দখল করে প্রোটিয়াদের চাপে রেখেছেন। দ্বিতীয় দিন শেষে স্বাগতিক ইমার্জিং দল এগিয়ে ২১৯ রানে।
এআরবি/আইএইচএস/