বড় পরিসরে ক্ষেপণাস্ত্রের মহড়া চালাবে ইরান

7 hours ago 3
উত্তর ভারত মহাসাগর এবং ওমান সাগরে দুই দিনব্যাপী ‘সাসটেইনেবল পাওয়ার ১৪০৪’ ক্ষেপণাস্ত্র মহড়ার অপারেশনাল পর্ব শুরু করবে ইরান। বৃহস্পতিবার (২১ আগস্ট) এই মহড়া অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। দেশটির নৌবাহিনীর এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা মেহের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর ভারত মহাসাগর এবং ওমান সাগরে ভূপৃষ্ঠ এবং ভূগর্ভস্থ জাহাজ, বিমান ইউনিট, উপকূলীয় এলাকা থেকে সমুদ্রে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, সমুদ্র-ভিত্তিক ক্ষেপণাস্ত্র এবং ইলেকট্রনিক যুদ্ধ ইউনিট অংশগ্রহণের মাধ্যমে দুই দিনব্যাপী এই মহড়া পরিচালিত হবে। আরও পড়ুন : হঠাৎ জ্বর? সেরে উঠতে যা করবেন ইরানের নৌবাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল আব্বাস হাসানী বলেছেন, দেশীয় দক্ষতার ওপর নির্ভর করে শুরু হতে যাওয়া এই মহড়ার লক্ষ্য যুদ্ধ প্রস্তুতি ও জনসাধারণের আস্থা বৃদ্ধি করা, কর্মক্ষম পরিকল্পনা ও কমান্ড-নিয়ন্ত্রণ ক্ষমতা উন্নত করা এবং প্রতিরোধ ক্ষমতা জোরদার করা। অস্ত্রশস্ত্র সম্পর্কে তিনি ব্যাখ্যা করেছেন, ভূপৃষ্ঠের জাহাজগুলোকে লক্ষ্যবস্তু এবং ধ্বংস করার জন্য স্বল্প, মাঝারি এবং দীর্ঘ পাল্লার বিস্তৃত পরিসরের নির্ভুল ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে এই মহড়ায়। এতে ড্রোন অভিযানও অন্তর্ভুক্ত থাকবে বলে জানা গেছে।
Read Entire Article