বড় ভাইয়ের বঁটির কোপে ছোট ভাই নিহত

3 months ago 12

খুলনার কয়রায় বড় ভাইয়ের বঁটির কোপে ছোট ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত বড় ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩০ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার বাগালী ইউনিয়নের উলা গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত সাহেব আলী (৩৫) উলা গ্রামের মৃত দারা গাজীর ছেলে। অভিযুক্ত বড় ভাই শহিদুল ইসলামকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। 

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর দেড়টার দিকে শহিদুল তার স্ত্রীকে মারধর করছিলেন। এ সময় সাহেব আলী তাকে থামাতে গেলে প্রথমে শহিদুল তার স্ত্রীকে মারধর করা বন্ধ করলেও পরবর্তীতে সাহেব আলীর ওপর চড়াও হন। একপর্যায়ে তাদের মধ্যে মারামারি শুরু হয়। শহিদুল প্রথমে সাহেব আলীকে একটি পাকা দেয়ালের সঙ্গে ধাক্কা দেন। সাহেব আলী পড়ে গেলে শহিদুল ঘরে ব্যবহৃত বঁটি দিয়ে তাকে জবাই করে হত্যা করেন।

খবর পেয়ে কয়রা থানার ওসি জিএমএম ইমদাদুল হক দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। শহিদুলকে বাড়িতে না পেয়ে ২ কিলোমিটার দূরে অভিযান চালিয়ে  হত্যাকারী শহিদুলকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

কয়রা থানার ওসি জিএমএম ইমদাদুল হক বলেন, কি কারণে তাকে হত্যা করা হয়েছে তার রহস্য উদঘাটন করা সম্ভব হয়নি। তবে তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রাখা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

Read Entire Article