বড় ভাইয়ের মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে প্রাণ গেলো স্কুলছাত্রের

2 months ago 32

ফেনী সদর উপজেলায় ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে সম্রাট হোসেন (১৬) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) বিকেলে ফেনী-নোয়াখালী আঞ্চলিক সড়কের তেমুহনী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সম্রাট হোসেন উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের পশ্চিম বিজয় সিংহ গ্রামের আবদুল মোমিন মিয়ার ছেলে। স্থানীয় পাঁচগাছিয়া এ জেড খান উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল সম্রাট।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শখ করে বড় ভাইয়ের মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছিল স্কুলছাত্র সম্রাট। ফেনীর তেমুহনী বাজার এলাকায় পৌঁছার পর তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেল থেকে সে ছিটকে পড়ে।

স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহিপাল হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি জানান, নিহত কিশোরের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আবদুল্লাহ আল-মামুন/এমআইএইচএস

Read Entire Article