বড় লিড হলো না ভারতের

2 hours ago 5

নিউজিল্যান্ডকে ২৩৫ রানে বেধে ফেলার পর মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত কতদূর যেতে পারে সেটাই ছিল দেখার। ঘরের মাঠে বিশ্বসেরা সব ব্যাটারের সমন্বয়ে তৈরি করা ব্যাটিং লাইনআপ এবার বড় স্কোর গড়বে, তেমনই প্রত্যাশা ছিল ভারতীয়দের।

কিন্তু প্রথম দিন শেষ বিকেলে ৪ উইকেট হারিয়ে দ্বিতীয় দিন খুব বেশি যেতে পারার কথা ছিল না। তবুও শুভমান গিল ও রিশাভ পান্তের দৃঢ়তায় শেষ পর্যন্ত ২৬৩ রান করতে সক্ষম হয় ভারতীয়রা। তাদের লিড দাঁড়ায় ২৮ রানের।

আগের টেস্টে ভারতীয়দের ওপর ছড়ি ঘুরিয়েছিলেন স্পিনার মিচেল সান্তনার। এবার মুম্বাইতে সেই জায়গা দখল করলেন আরেক স্পিনার অ্যাজাজ প্যাটেল। তিনি একাই নিয়েছেন ৫ উইকেট।

নিউজিল্যান্ডকে ২৩৫ রানে অলআউট করে প্রথম দিন বিকেলেই কিউইদের ঘূর্ণিফাঁদে পড়ে ভারতীয়রা। প্রথমদিন শেষ বিকেলেই ৪ উইকেট হারিয়ে বসে রোহিত শর্মার দল। ৮৬ রানে দিন শেষ করে তারা। নিউজিল্যান্ডের চেয়ে পিছিয়ে ছিলো ১৪৯ রানে।

দ্বিতীয় দিন সকালে ব্যাট করতে নেমে শুভমান গিল আর রিশাভ পান্ত যেভাবে ব্যাট করছিলেন, তাতেও মনে হয়েছিলো ঘূরে দাঁড়ানোর বার্তা দিচ্ছেন ভারতীয়রা। কিন্তু তাদের জুটি শতরানও ছুঁতে পারলো না। ৯৬ রানে বিচ্ছিন্ন হয়ে যান দু’জন। দলীয় ১৮০ রানের মাথায় আউট হয়ে যান রিশাভ পান্ত। ৫৯ বলে ৬০ রান করেন তিনি। ৮টি বাউন্ডারির সঙ্গে ছক্কা মারেন ২টি।

রবিন্দ্র জাদেজা এসে হাল ধরার চেষ্টা করেন। কিন্তু গ্লেন ফিলিপসের বলে ২৫ বলে ১৪ রান করে আউট হয়ে যান তিনি। সরফরাজ খান দিলেন চরম হতাশার পরিচয়। ৪ বল খেলে কোনো রান না করেই আউট হয়ে যান তিনি।

২২৭ রানের মাথায় আউট হন শুভমান গিল। ১৪৬ বল খেলে ৯০ রান করেন তিনি। শেষ দিকে ওয়াশিংটন সুন্দর ৩৬ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন। অ্যাজাজ প্যাটেল ছাড়া ১টি করে উইকেট নেন ম্যাট হেনরি, গ্লেন ফিলিপস ও ইস শোধি।

আইএইচএস/

Read Entire Article