বড়দিনে উজ্জ্বল সাজে দেশি তারকারা

বড়দিন উদযাপনে আমাদের দেশের তারকারাও পিছিয়ে থাকেন না। অনেক সময় তারা ব্যতিক্রমী উপায়ে উদযাপন করে আরও বেশি আনন্দ ভাগাভাগি করেন। এবারও ব্যতিক্রম হয়নি। বড়দিনের লাল-সাদা-সবুজ আর ক্রিসমাস থিমে নিজেদের সাজিয়ে দেশি তারকারা, তাদের এই উদযাপন ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। যা সামাজিক মাধ্যমকে আরও রঙিন করে তুলেছে। মেহজাবীন চৌধুরী মেহজাবীন চৌধুরী জমকালো মেরুন পুলওভার পরেছেন, যার নিটের সূক্ষ্ম টেক্সচার এবং ছোট ছোট এমব্রয়ডারি ও অ্যাপ্লিকস লুকটিকে উজ্জ্বল করেছে। গাঢ় সবুজ বা কালো ভেলভেট/সাটিন স্কার্ট তার সাজে বড়দিনের উষ্ণতা যোগ করেছে। ক্রিসমাস থিমের হ্যাট, হালকা মেকআপ এবং লিপস্টিক তার সৌন্দর্য আরও ফুটিয়ে তুলেছে। চুলে হালকা ঢেউ খেলানো স্টাইল পুরো লুককে নরম ও ফ্লোয়িং করেছে, যা সহজেই চোখে পড়ে। নুসরাত ইমরোজ তিশা নুসরাত ইমরোজ তিশা মেরুন টারটলনেক পরে স্টাইলিশ লুকে হাজির হয়েছেন। তার মেকআপে পোশাকের সঙ্গে মিলিয়ে গাঢ় মেরুন লিপস্টিক ব্যবহার করা হয়েছে, যা লুকটিকে আরও মানানসই করেছে। হাতের ঝিকিমিকি লাল তারা পুরো লুককে চোখে পড়ার মতো করে তুলেছে, আর এই ছোট ছোট ক্রিসমাসের ডিটেইলগুলো শুরু থেকে শেষ পর্যন্ত আনন্দ ও উৎসবের

বড়দিনে উজ্জ্বল সাজে দেশি তারকারা

বড়দিন উদযাপনে আমাদের দেশের তারকারাও পিছিয়ে থাকেন না। অনেক সময় তারা ব্যতিক্রমী উপায়ে উদযাপন করে আরও বেশি আনন্দ ভাগাভাগি করেন। এবারও ব্যতিক্রম হয়নি। বড়দিনের লাল-সাদা-সবুজ আর ক্রিসমাস থিমে নিজেদের সাজিয়ে দেশি তারকারা, তাদের এই উদযাপন ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। যা সামাজিক মাধ্যমকে আরও রঙিন করে তুলেছে।

MS

মেহজাবীন চৌধুরী
মেহজাবীন চৌধুরী জমকালো মেরুন পুলওভার পরেছেন, যার নিটের সূক্ষ্ম টেক্সচার এবং ছোট ছোট এমব্রয়ডারি ও অ্যাপ্লিকস লুকটিকে উজ্জ্বল করেছে। গাঢ় সবুজ বা কালো ভেলভেট/সাটিন স্কার্ট তার সাজে বড়দিনের উষ্ণতা যোগ করেছে। ক্রিসমাস থিমের হ্যাট, হালকা মেকআপ এবং লিপস্টিক তার সৌন্দর্য আরও ফুটিয়ে তুলেছে। চুলে হালকা ঢেউ খেলানো স্টাইল পুরো লুককে নরম ও ফ্লোয়িং করেছে, যা সহজেই চোখে পড়ে।

TI

নুসরাত ইমরোজ তিশা
নুসরাত ইমরোজ তিশা মেরুন টারটলনেক পরে স্টাইলিশ লুকে হাজির হয়েছেন। তার মেকআপে পোশাকের সঙ্গে মিলিয়ে গাঢ় মেরুন লিপস্টিক ব্যবহার করা হয়েছে, যা লুকটিকে আরও মানানসই করেছে। হাতের ঝিকিমিকি লাল তারা পুরো লুককে চোখে পড়ার মতো করে তুলেছে, আর এই ছোট ছোট ক্রিসমাসের ডিটেইলগুলো শুরু থেকে শেষ পর্যন্ত আনন্দ ও উৎসবের ছোঁয়া ছড়িয়ে দিয়েছে।

 oi

জান্নাতুল ঐশী
বড়দিনে উৎসবের আমেজে জান্নাতুল ঐশীকে দেখা গেছে লাল-সবুজ চেকার্ড প্লিটেড ঘেরের মিনিড্রেসে। হালকা ক্রপড লং-স্লিভ টপ এবং প্লিসেটেড স্কার্টের কম্বিনেশন কেবল চোখে পড়ার মতো উজ্জ্বল নয়, বরং আরামদায়কও। লাল স্ট্র্যাপ হিলস আউটফিটকে দিয়েছে শেষ মাত্রার গ্ল্যামার। পায়ের জুতা ও লুকের রঙের সঠিক সমন্বয় পুরো সাজকে আরও উৎসবমুখর করে তুলেছে।

su

সুনেরাহ বিনতে কামাল
সান্টার টুপি আর লাল-সাদা স্ট্রাইপড সোয়েটার পরেই সুনেরাহ বিনতে কামাল দেখালেন সম্পূর্ণ উৎসবমুখর স্টাইল। হালকা ডেনিম জিন্সের সঙ্গে এই সোয়েটারের কম্বিনেশন শুধু আরামদায়ক নয়, বরং ক্রিসমাসের উজ্জ্বলতার সঙ্গে পুরোপুরি মানানসই। হাসি আর আত্মবিশ্বাসের সঙ্গে পুরো সাজকে আরও প্রাণবন্ত করে তুলেছে।

sadi

সাদিয়া আয়মান
ক্রিসমাসের পুরো উৎসবমুখর আমেজে উজ্জ্বল লাল ক্রপ-টপ সোয়েটার এবং সান্টা টুপি পরে হাজির হয়েছেন। সোয়েটারের হাইনেক এবং হাতার কাফগুলো সামান্য কুঁচকানো, যা লুকটিকে আরও স্টাইলিশ এবং আরামদায়ক করেছে। মাথায় লাল মখমলের ক্লাসিক সান্তা টুপি, সাদা পশমের ট্রিম এবং পম-পমে লাল তারার নকশা পুরো লুককে উৎসবমুখর টাচ দিয়েছে।তার পুরো সাজ এই উৎসবের আমেজকে আরও বাড়িয়ে তুলেছে।

আরও পড়ুন:
আত্মবিশ্বাস যখন ফ্যাশন হয়ে ওঠে
পর্দার বাইরেও আলো ছড়ান এই স্টাইল কুইন

এসএকেওয়াই/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow