বড়দিনে প্রিয়জনকে উপহার দিতে পারেন গ্যাজেট

2 weeks ago 14

স্মার্ট দুনিয়ায় স্মার্ট সব গ্যাজেট আমাদের কাজ সহজ করে তুলছে। যোগাযোগ করা থেকে শুরু করে সিনেমা দেখা বাড়ির বিদ্যুৎ, পানির বিল শোধ করা সবই করা যাচ্ছে হাতের স্মার্টফোন থেকে। এছাড়া আমাদের অফিসের কাজ, পড়ালেখা বা দৈনন্দিন কাজ সহজ ও গুছিয়ে করার জন্য এসব গ্যাজেট খুবই উপকারী।

নিজেদের জন্য অনেক ধরনের গ্যাজেট আমরা প্রতিনিয়ত কিনে থাকি। বড়দিনে আপনার প্রিয়জনকে উপহার দিতে পারেন স্মার্ট গ্যাজেট। যা বর্তমানে খুবই কাজের। প্রেমিক বা প্রেমিকার জন্য যেসব গ্যাজেট কেনা যেতে পারে তার একটি ধারণা আপনাকে দিতে পারি। চলুন জেনে নেওয়া যাক-

স্লিপ ট্র্যাকার
স্বাস্থ্য ঠিক রাখার জন্য এই গ্যাজেটটি অনেক ভূমিকা রাখতে পারে। এই গ্যাজেটের মাধ্যমে আপনার প্রিয় মানুষটির স্বাস্থ্যের সবকিছু নিয়ন্ত্রণে রাখা যাবে, যেমন-ঘুমের পরিমাণ, শরীরে ক্যালরির পরিমাণ ইত্যাদি।

ফুড মাস্যাজার
এখন বাজারে বিভিন্ন ধরনের পোর্টেবল ফুট ম্যাসাজার পাওয়া যায়। সারাদিন অফিসের কাজের পর পায়ে, কোমরে ব্যথা হতেই থাকে। এ ধরনের ফুট ম্যাসাজার উপহার দিতে পারেন। অল্প দামে বিভিন্ন ব্র্যান্ডের ফুড মাস্যাজার পাবেন বাজারে।

স্মার্ট স্পিকার
অবসর সময়ে কোরআন তেলাওয়াত শোনা, গান শোনা কিংবা কলিং বেলের শব্দ ঘরের যে কোনো প্রান্তে শুনতে স্মার্ট স্পিকার দিতে পারেন। বর্তমানে অনেক স্মার্ট স্পিকারে আরও অনেক ধরনের ফিচার দেওয়া থাকে। বিভিন্ন দামের অনেক কোম্পানির স্মার্ট স্পিকার পাওয়া যায় বাজারে।

এলইডি পিলো
বালিশের মতো আরামদায়ক আর কী হতে পারে! কিন্তু বালিশ কি কাউকে উপহার দেওয়া যায়? আধুনিক উপহারের তালিকায় কিন্তু নাম তুলে ফেলেছে এই বালিশ। আসলে এ তো, যেমন তেমন বালিশ নয়। প্রিয়জনের নাম, বিশেষ কোনো বার্তা, এমনকি প্রিয় ছবিও ছাপিয়ে দেওয়া যেতে পারে সেই বালিশে। সবচেয়ে বড় বিষয় সেই বালিশে জ্বলতে পারে এলইডি আলোও। ফলে দারুন রোমান্টিক পরিবেশ তৈরি হবে ঘর জুড়ে।

ইলেকট্রিক এসেনশিয়াল অয়েল ডিফিউজার
জীবন যত স্মার্ট হচ্ছে মানসিক শান্তি, স্থিতি ততই বিপর্যস্ত হচ্ছে। তাই আলাদা করে শান্তি খোঁজার প্রয়োজন হচ্ছে মানুষের। আর এই কাজে খুব ভালোভাবে সাহায্য করতে পারে এসেনশিয়ল অয়েল ডিফিউজার। বৈদ্যুতিক ডিফিউজারগুলো ব্যবহার করা সহজ, এতে মন ভালো থাকে। তাই প্রিয়জনকে তাদের পরিবেশের সঙ্গে মানানসই ইলেকট্রিক এসেনশিয়ল অয়েল ডিফিউজার সেট দেওয়া যেতে পারে উপহার হিসেবে।

স্মার্টওয়াচ
সময় দেখা ছাড়াও নানা কাছে ব্যবহার করা যায় স্মার্টওয়াচ। বিশেষ করে স্বাস্থ্যের খেয়াল রাখতে অসংখ্য ফিচার দেওয়া থাকে। হার্ট রেট, ডায়াবেটিস এখন স্মার্টওয়াচেই মেপে নিতে পারবেন। ব্লাড অক্সিজেন স্যাচুরেশন লেভেলও (SpO2) পরিমাপ করতে পারবেন। সারাক্ষণ স্মার্টওয়াচ আপনার মায়ের শারীরিক অবস্থার জানান দেবে। ব্যবহারকারী দিনে কতগুলো স্টেপ হাঁটলেন, কত ক্যালোরি বার্ন করলেন, তা সাপ্তাহিক, মাসিক ও বার্ষিক রিপোর্ট দেখায় স্মার্টওয়াচ। স্লিপ মনিটরিং সেন্সরও রয়েছে স্মার্টওয়াচে। স্মার্টওয়াচ যেমন সময় দেখার প্রয়োজনীয়তা পূরণ করবে তেমনি স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখবে।

স্মার্টফোন
প্রিয় মানুষটির জন্য সবচেয়ে সেরা উপহার হতে পারে স্মার্টফোন। আজকাল শুধু অডিও কথা বলা নয়, ভিডিও কলেও কথা বলা যায় স্মার্টফোনেম। তাই আপনি যত দূরেই থাকুন না কেন সবসময় প্রিয় মানুষটির সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন। এছাড়াও স্মার্টফোন থাকলে খুব সহজেই বিভিন্ন অ্যাপের মাধ্যমে বাজার কথা থেকে শুরু করে জরুরি প্রয়োজনে গাড়ি ডাকা সব কাজই করা যাবে। এমনকি বাড়ির বিদ্যুৎ, গ্যাস, পানির বিল পরিশোধ করতে পারবে ঘরে বসেই স্মার্টফোনের মাধ্যমে।

সূত্র: মেক অব ইউজ

কেএসকে/জেআইএম

Read Entire Article