বড়শিতে ধরা পড়ল ২৫ কেজির কোরাল

3 hours ago 3
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে বড়শিতে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি বিশাল কোরাল মাছ। রোববার (২৪ নভেম্বর) সকাল ১১টার দিকে শাহপরীর দ্বীপ করিডোরখাত জেটিতে বিশাল আকারের এ মাছটি ধরা পড়ে। জানা যায়, সকালে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ করিডোরখাত জেটিতে দ্বীপের বাসিন্দা জেলে মোজাম্মেলের বড়শিতে বড় আকারের এ কোরাল মাছটি ধরা পড়ে। মোজাম্মেল জানান, ‘দীর্ঘ কয়েক বছর ধরে নাফ নদীতে মাছ ধরা বন্ধ থাকার কারণে জেলে পল্লীর বাসিন্দারা খুব কষ্টে জীবনযাপন করে আসছেন। সংসারের অভাব অনটন দূর করতে অনেকেই বড়শি দিয়ে হলেও মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে থাকেন। এরই ধারবাহিকতায় রোববার সকাল ৯টার দিকে জেটিতে এসে বড়শি ফেলি। একপর্যায়ে এ কোরাল মাছটি বড়শিতে আটকা পড়ে। মাছটি ৩০ থেকে ৩৫ হাজার টাকা বিক্রি হবে ধারণা করছি।’ টেকনাফ উপজেলার মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, ‘নাফ নদীতে প্রায় সময় বড় বড় আকারের কোরাল মাছ ধরা পড়ে। মাছটির দাম বেশি হলেও খেতে খুবই সুস্বাদ। তাছাড়া দেশে কোরাল মাছের চাহিদা অনেক।’ সরকারি নিষেধাজ্ঞা যথাযথ পালন করার কারণে নাফ নদীতে মাছের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলেও জানান এ কর্মকর্তা।
Read Entire Article