বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে শ্রদ্ধা জ্ঞাপন করলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সোমবার (২৬ মে) কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য জানান তিনি।
এদিন মুখ্যমন্ত্রী নেতাজি ইনডোর স্টেডিয়ামের চারদিকে ভিড় গিজগিজ করছিল। মুখ্যমন্ত্রীকে দেখে হঠাৎ দর্শক আসনে বসে থাকা সবাই চিৎকার করে ওঠে, আপনার গলায় নজরুল গীতি শুনবো।
আরও পড়ুন>>
তখন মমতা ব্যানার্জী বলেন, আমি সময়ের অভাবে গানের চর্চা করতে পারি না। সকাল থেকে এত বকবক করি যে আমার গলা থেকে সুর বেরোয় না। আমার সামনে বাংলার অনেক বড় বড় গায়কেরা বসে রয়েছেন। তাদের রেখে আমার গান গাওয়া শোভা পায় না।
এরপরেই অবশ্য নজরুল গীতি গাইতে শুরু করেন মমতা। তার সঙ্গে সুর মেলাতে দেখা যায় রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেনকেও।
মমতা ব্যানার্জী এদিন ‘নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল’ গানটি গেয়ে শোনান।
এর আগেও বিদেশের মাটিতে গিয়ে মমতা ব্যানার্জীকে গান গাইতে দেখা গেছে।
ডিডি/কেএএ/