ভক্তদের কবলে বিপর্যস্ত তামান্না

5 months ago 19

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। সম্প্রতি একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হয়ে অংশ নিয়েছিলেন। অনুষ্ঠানে মঞ্চ থেকে নামতেই ঘিরে ধরলেন অনুরাগীরা। সেলফি তোলার আবদার করেন সবাই।

তাদের এ আবদার মেটাতে মেটাতে তামান্না যে ভীষণ অস্বস্তিতে ভুগছেন, তা ক্যামেরাতেই ধরা পড়েছে। এ দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে আলোচনা।

শনিবার (১৭ মে) সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে একের পর এক গানে তামান্না নৃত্য পরিবেশন করেছেন। নিজের ‘আজ কি রাত’ ছাড়াও তিনি ক্যাটরিনা কাইফের ‘শিলা কি জওয়ানি’, ‘কালা চশমা’ গানের তালেও নেচেছেন। কিন্তু মঞ্চ থেকে নামতেই বিপত্তির মুখে পড়েন তামান্না।

আয়োজকদের পক্ষ থেকে জানা গেছে, অনুরাগীরা তামান্নার সঙ্গে ছবি তোলার জন্য হুড়োহুড়ি শুরু করেন। এর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। দেখা গিয়েছে, তামান্নাকে দেখেই এগিয়ে আসছেন কিছু মানুষ। অভিনেত্রীও হাসিমুখে ছবি তুলছিলেন। কিন্তু ধীরে ধীরে ভিড় বাড়তে থাকে। এমন অবস্থা তৈরি হয় অনেকেই অভিনেত্রীর ঘাড়ের উপর উঠে ছবি তুলতে শুরু করেন।

পরিস্থিতি যেমনই হোক, হাসিমুখেই সামাল দিয়েছেন তামান্না। কোনোভাবেই তাকে মেজাজ হারাতে দেখা যায়নি। নিজেই নিজেকে রক্ষা করে এগিয়ে যান। এ সময় কোনো দেহরক্ষীকে দেখা যায়নি তার আশপাশে। আর তা নিয়েই উঠতে প্রশ্ন শুরু করেছে।

সোম্যাল মিডিয়ায় ভিডিও ছড়িয়ে পড়ার পরই নেটাগরিকেরা প্রশ্ন তুলেছেন, কোথায় গেলেন অভিনেত্রীর দেহরক্ষীরা? আয়োজক সংস্থাই বা তাকে এভাবে অরক্ষিত ছেড়ে দিলেন কী করে?

সোনালি ঘাগড়া-চোলি পরা তামান্না যতই হাসিমুখে ক্যামেরায় ধরা দিতে চেষ্টা করুন, তার চোখে অস্বস্তি মুখে ফুটে উঠেছে। নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, ‘আরে দেখে বুঝতে পারছেন না তার অস্বস্তি হচ্ছে, এ কেমন অসভ্যতা?’। বিষয়টি নিয়ে এখন বেশ আলোচনা-সমালোচনা চলছে।

এমএমএফ/এলআইএ/এএসএম

Read Entire Article