চোটে পড়ার পর প্রায় দেড় মাস পর সান্তোসের জার্সিতে মাঠে ফিরেছিলেন নেইমার। তবে তার ফেরাটা সুখকর হয়নি।ব্রাজিলিয়ান লিগের ১১তম ম্যাচডেতে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে তাকে। সেটাও অবশ্য অদ্ভুত এক কারণে। হাত দিয়ে গোল করে লাল কার্ড দেখতে হয়েছে নেইমারকে।
ম্যাচের ৭৬ মিনিটে নেইমারের ওই লাল কার্ড দুর্ভাগ্য ডেকে এনেছে সান্তোসের জন্যেও। বোটাফোগোর বিপক্ষে ম্যাচটাই সান্তোস হেরে যায় ১-০ গোলে। এমন ভুলের জন্য... বিস্তারিত