ভক্তদের প্রতি দুঃখপ্রকাশ করেছে আর্টসেল

3 weeks ago 19
দেশের জনপ্রিয় ব্যান্ড আর্টসেল। বর্তমানে স্টেজ শো নিয়ে ব্যস্ততা যাচ্ছে তাদের। ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন শহরে থাকছে কনসার্ট। সেই ধারাবাহিকতায় শনিবার (১৮ অক্টোবর) বিকেলে সিলেটের ব্লু বার্ড স্কুলে আয়োজিত এক অনুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল লিংকন-সাজুদের। এদিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ হয়ে যায়; ফলে কনসার্টে অংশ নিতে পারেনি দলটি।  বিষয়টি নিয়ে রোববার (১৯ অক্টোবর) সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ভক্তদের প্রতি দুঃখপ্রকাশ করেছে আর্টসেল। বিবৃতিতে আর্টসেল লিখেছে, ‘আমরা দুঃখিত। ইনস্ট্রুমেন্টসহ গতকাল (শনিবার) শেষ মুহূর্ত পর্যন্ত আমরা ঢাকা এয়ারপোর্টে ছিলাম। আশা করেছিলাম, হয়তো যে কোনো সময় ডাক আসবে। তোমরাও অপেক্ষা করছিলে ভালোবাসা নিয়ে। তবু দেখা হলো না!’ এরপর আর্টসেল আরও লিখেছে, ‘এই ভয়াবহ ঘটনায় সব ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়, পরে রাত ৯টার পরে কিছু ফ্লাইট চালু হলেও আমাদের নির্ধারিত ফ্লাইটটি শেষ পর্যন্ত বাতিল হয়ে যায়। গতকাল সিলেটের কনসার্টের জন্য আমরা আর্টসেল দারুণভাবে প্রস্তুতি নিয়েছিলাম। উদগ্রীব হয়ে ছিলাম সিলেটের আর্টসেল ফ্যানদের মন জয় করার জন্য।’ এরপর আয়োজকদের ধন্যবাদ দিয়ে ব্যান্ডের পক্ষ থেকে আরও লেখা হয়, ‘ধন্যবাদ দিতে চাই, সিলেটের অর্গানাইজার ফ্লেমস মিউজিক্যাল ক্লাবকে। একদম শুরু থেকে তারা ছিল অত্যন্ত প্রফেশনাল, বন্ধুসুলভ ও সৌহার্দ্যপূর্ণ। আমরা প্রতিটি মুহূর্তে তাদের সঙ্গে যোগাযোগে আছি এবং তাদের পাশে আছি সব ধরনের সহযোগিতা করতে। আর সিলেটের ফ্যানরাও অনেক সাপোর্টিভ। গতকাল খুব সুশৃঙ্খলভাবে অনেক বড় একটা কনসার্ট হয়ে গেল সিলেটে যেটা একটা বিরল উদাহরণ। আমাদের অনুপস্থিতিতে হাইওয়ে ব্যান্ড আর দর্শক শ্রোতাদের কাছ থেকে ট্রিবিউট পেয়ে এক অসীম ভালোবাসার সাক্ষী হয়ে থাকলাম, তবে আমরা সরাসরি এই ভালোবাসার অংশ হতে পারলাম না। ভালোবাসা, আর্টসেল।’ এদিকে এ মাসেই কনসার্ট করতে অস্ট্রেলিয়ায় যাচ্ছে আর্টসেল। সেখানে মেলবোর্নে (২৫ অক্টোবর), তাসমানিয়া (২৬ অক্টোবর), সিডনি (১ নভেম্বর) ও অ্যাডিলেডে (৭ নভেম্বর) পারফর্ম করবেন ফয়সাল-সাজুরা। ব্যান্ডের বর্তমান লাইনআপে আছেন— লিংকন (ভোকাল ও গিটার), সাজু (ড্রামস), জুয়েল (লিড গিটার), ফয়সাল (লিড গিটার) ও সেজান (বেস গিটার)।
Read Entire Article