ভক্তদের সঙ্গে নামের অক্ষর খেলায় মেতেছেন মেহজাবীন

2 hours ago 3
জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী সম্প্রতি নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি মজার পোস্ট শেয়ার করে ভক্তদের মধ্যে উৎসব উদ্‌যাপন করেছেন। ৪টি কোলাজ ছবিসহ পোস্টটিতে লাল ব্লেজার পরিহিত মেহজাবীনকে বিভিন্ন ভঙ্গিমায় দেখা গেছে—তার প্রাণবন্ত হাসি ও আকর্ষণীয় লুক মুহূর্তেই ভক্তদের নজর কাড়ছে। পোস্টে মেহজাবীন লিখেছেন, ‘কমেন্টে প্রিয়জনের নামের প্রথম অক্ষর বলে দাও! আমি চেষ্টা করব তার নামটি অনুমান করতে! তাহলে খেলাটা শুরু করা যাক।’ সাধারণ এই আহ্বানে ভক্তদের সাড়া ছিল অভাবনীয়—মাত্র কয়েক মিনিটে পোস্টে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। পোস্টটি প্রকাশের মাত্র ২৫ মিনিটের মধ্যে হাজার হাজার লাইক-শেয়ারসহ প্রায় ১২ হাজারেরও বেশি প্রতিক্রিয়া এবং প্রায় ১০ হাজারেরও বেশি মন্তব্য জমা পড়ে। ভক্তদের একগুচ্ছ মন্তব্যের উত্তর দেওয়ার মাধ্যমে মেহজাবীন ব্যক্তি হিসেবে উপস্থিত থেকেছেন—যতদূর দেখা গেছে, ইতোমধ্যেই প্রায় ২০ জনের মন্তব্যের উত্তর দিয়ে নাম অনুমানের এই খেলা চালিয়ে যাচ্ছেন তিনি। উদাহরণস্বরূপ, একজন ভক্ত ‘M’ লিখলে মেহজাবীন উত্তরে ‘মোহিম’ লিখেছেন; অন্য একজন ‘K’ লিখলে তিনি উত্তর দিয়েছেন ‘কবির’। এই সরল কিন্তু অন্তরঙ্গ বিনোদনভিত্তিক খেলা কর্তৃপক্ষের এবং ভক্ত সমাজের মধ্যে একটি চমৎকার আন্তঃক্রিয়া তৈরি করতে কাজ করেছে। মেহজাবীন দীর্ঘদিন ধরে নাটক, বিজ্ঞাপন ও ওয়েব সিরিজে প্রত্যয়ী ভূমিকা রেখে চলেছেন—তিনি ২০০৯ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন, সেই থেকে তার জনপ্রিয়তা ক্রমাগত বজায় আছে।
Read Entire Article