ভাইরাল ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগানের ভিডিও নিয়ে যা জানা গেল

চট্টগ্রামের সন্দ্বীপে মাহফিলের মাঠে  ‘পাকিস্তান পাকিস্তান, জিন্দাবাদ জিন্দাবাদ’ বলে স্লোগান দিয়েছেন এক ইসলামিক বক্তা। ২০ সেকেন্ডের সেই স্লোগানের ভিডিও সোমবার (০১ ডিসেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছাড়লে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়। বিষয়টি নেটিজনদের মধ্যে নানা আলোচনা ও সমালোচনার জন্ম দেয়। রোববার (৩০ নভেম্বর) রাতে সন্দ্বীপের মাইটভাঙ্গা ইউনিয়নে অনুষ্ঠিত কোরআন তিলাওয়াত সম্মেলনের এক ইসলামিক বক্তা এমন স্লোগান দেন। উপস্থিত দর্শকদের অনেকে সেটির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, মঞ্চে বসে এক বক্তা দুই হাত ওপরে তুলে স্লোগান ধরেছেন, ‘পাকিস্তান পাকিস্তান’, এরপর সামনে উপস্থিত দর্শকরা ‘জিন্দাবাদ জিন্দাবাদ’ বলে সুর মিলায়। বক্তা আবার বলছেন, ‘বাংলাদেশ বাংলাদেশ’।  সমবেত ব্যক্তিরা তার সঙ্গে সুর মিলিয়ে বলছেন, ‘জিন্দাবাদ জিন্দাবাদ।’ এরপর বক্তা স্লোগান ধরেন নারায়ে তাকবির, আল্লাহু আকবার। কোরআন তিলাওয়াত সম্মেলনে উপস্থিত মাইটভাঙ্গা এলাকার বাসিন্দা নাঈম কালবেলাকে বলেন, রোববার মাইটভাঙ্গার সাউথ সন্দ্বীপ উচ্চবিদ্যালয়ের মাঠে পাকিস্তান থেকে আসা এক ইসলামি ব

ভাইরাল ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগানের ভিডিও নিয়ে যা জানা গেল

চট্টগ্রামের সন্দ্বীপে মাহফিলের মাঠে  ‘পাকিস্তান পাকিস্তান, জিন্দাবাদ জিন্দাবাদ’ বলে স্লোগান দিয়েছেন এক ইসলামিক বক্তা। ২০ সেকেন্ডের সেই স্লোগানের ভিডিও সোমবার (০১ ডিসেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছাড়লে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়। বিষয়টি নেটিজনদের মধ্যে নানা আলোচনা ও সমালোচনার জন্ম দেয়।

রোববার (৩০ নভেম্বর) রাতে সন্দ্বীপের মাইটভাঙ্গা ইউনিয়নে অনুষ্ঠিত কোরআন তিলাওয়াত সম্মেলনের এক ইসলামিক বক্তা এমন স্লোগান দেন। উপস্থিত দর্শকদের অনেকে সেটির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, মঞ্চে বসে এক বক্তা দুই হাত ওপরে তুলে স্লোগান ধরেছেন, ‘পাকিস্তান পাকিস্তান’, এরপর সামনে উপস্থিত দর্শকরা ‘জিন্দাবাদ জিন্দাবাদ’ বলে সুর মিলায়। বক্তা আবার বলছেন, ‘বাংলাদেশ বাংলাদেশ’। 

সমবেত ব্যক্তিরা তার সঙ্গে সুর মিলিয়ে বলছেন, ‘জিন্দাবাদ জিন্দাবাদ।’ এরপর বক্তা স্লোগান ধরেন নারায়ে তাকবির, আল্লাহু আকবার।

কোরআন তিলাওয়াত সম্মেলনে উপস্থিত মাইটভাঙ্গা এলাকার বাসিন্দা নাঈম কালবেলাকে বলেন, রোববার মাইটভাঙ্গার সাউথ সন্দ্বীপ উচ্চবিদ্যালয়ের মাঠে পাকিস্তান থেকে আসা এক ইসলামি বক্তা মঞ্চে আসার পর সঞ্চালক এমন স্লোগান ধরেন।

সম্মেলনে উপস্থিত আরও এক ব্যক্তি কালবেলাকে  বলেছেন, মূলত ইরান, মিসর, ফিলিপাইন ও পাকিস্তানের প্রতিযোগীরা সম্মেলনে অংশ নেন। প্রতিযোগী মঞ্চে এলে সঞ্চালক স্লোগান ধরেন।

অনুষ্ঠানের আরেকটি ভিডিওতে দেখা যায়, মিসরের বক্তা মঞ্চে ওঠার পর ‘মিসর জিন্দাবাদ’ স্লোগানে তাকে স্বাগত জানানো হচ্ছে।

ভাইরাল ভিডিওটির বিষয়ে জানতে আয়োজক প্রতিষ্ঠান সাওতুল কোরআন ইনস্টিটিউটের পরিচালক হাফেজ তাওহিদের মোবাইলে কল করা হলেও তিনি কোনো সাড়া দেননি।

বিষয়টি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সন্দ্বীপের বীর মুক্তিযোদ্ধারা। বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সোলায়মান বাদশা কালবেলাকে  বলেন, ‘পাকিস্তান জিন্দাবাদ’-এর নিন্দা জানাই।

তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধা হিসেবে আমি জানিয়ে দিতে চাই, এমন স্লোগান আমরা সহ্য করব না।’

এ বিষয়ে জানতে চাইলে সন্দ্বীপের নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা ভিডিওটি দেখেননি উল্লেখ করে বলেন, ‘ভিডিওর বিষয়টি কেউ আমার নজরেও আনেনি। যদি এমনটি হয়, তা দুঃখজনক। আমি ঘটনার বিস্তারিত জানতে চেষ্টা করব।’

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সফিকুল আলম চৌধুরী কালবেলাকে  বলেন, ‘কেউ যদি এমন স্লোগান দিয়ে থাকেন, তাহলে আমরা যথাযথভাবে তা খতিয়ে দেখব।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow