ভাওয়াল রিসোর্ট স্পা’র মালিকসহ চারজনের বিরুদ্ধে মামলা

3 months ago 50

জমি জোর করে দখলে রাখার অভিযোগে গাজীপুরে ভাওয়াল রিসোর্ট অ্যান্ড স্পা’র মালিকসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে।

রোববার (২ জুন) ঢাকার কলাবাগান এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা বজলুল হক, ধানমন্ডি এলাকার বাসিন্দা ডা. সিরাজুলহকসহ ছয়জন বাদী হয়ে গাজীপুর প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি করেন।

মামলায় আম্বার গ্রুপের চেয়ারম্যান মরহুম আবুল হাসেমের ছেলে শওকত আজিজ রাসেল, সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের উত্তর বানিয়ারচালা এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম মাস্টার, ভাওয়াল রিসোর্ট অ্যান্ড স্পা’র ম্যানেজার সুমন ও একই প্রতিষ্ঠানের অপর ম্যানেজার কামরুল ইসলামকে বিবাদী করা হয়েছে। বিবাদীদের আগামী ৬ নভেম্বর সশরীরে আদালতে হাজির হয়ে জবাব দাখিলের আদেশ দিয়েছেন বিচারক।

বাদীপক্ষের আইনজীবী জাহাঙ্গীর হোসেন সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন।

আইনজীবী জানান, মামলার বিবাদীরা বাদীপক্ষের কেনা জমি জোর করে দখলে রেখেছেন বলে অভিযোগ করেছেন। মামলায় ‘ক’ তফসিলের ১০২ শতাংশ জমি বাদীর ষোলআনা স্বত্ব ঘোষণা করে রায় ও ডিক্রি প্রদান, ‘খ’ তফসিলে ১০২ শতাংশ জমি থেকে স্থাপনা উচ্ছেদ এবং অ্যাডভোকেট কমিশন নিয়োগ করে মাপজোকের মাধ্যমে দখল হস্তান্তরের আদেশ দিতে আদালতের কাছে দাবি করা হয়েছে।

আমিনুল ইসলাম/এসআর/জিকেএস

Read Entire Article