ভাঙচুরের দুই মামলায় অব্যাহতি পেলেন ইমরান খান

4 months ago 51

লং মার্চে ভাঙচুরের দুই মামলায় অব্যাহতি পেয়েছেন পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। দলের অন্য শীর্ষ নেতা শাহ মাহমুদ কুরেইশিও অব্যাহতি পেয়েছেন। রাজধানীর একটি ডিসট্রিক্ট ও সেশন কোর্ট এই রায় দিয়েছেন।

ইমরান খান ও কুরেইশির দায়ের করা আবেদনের বিপরীতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এহতেশাম আলম তাদের অব্যাহতির অনুমোদন দেন।

আরও পড়ুন>

এর আগে এই মামলা থেকে পিটিআই নেতা আলি মোহাম্মদ খান ও মুরাদ সাইদকে খালাস দেওয়া হয়। সাবেক নেতা আসাদ উমরও অব্যাহতি পেয়েছেন। দেশটির গোলরা থানায় তাদের বিরুদ্ধে এই মামলা হয়েছিল।

১৪৪ ধারা লঙ্ঘনের দায়ে কোহসার ও করাচি কোম্পানি থানায় একই ধরনের মামলা থেকে ইমরান খান ও তার দলের অন্যান্য নেতাদের খালাসের পর এই রায় এল।

৯ মের দাঙ্গার ঘটনায় করা আরও দুই মামলায় ইমরান খানকে গত মাসের ৩০ তারিখ ইসলামাবাদের একটি সেশন আদালত ইমরান খানকে খালাস দেন।

বর্তমানে বেশ কিছু মামলায় পাকিস্তানের আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন ইমরান খান। ২০২৩ সালের আগস্ট থেকে তিনি বন্দি।

সূত্র: জিও নিউজ

এমএসএম

 

Read Entire Article