প্রায় এক দশক একসঙ্গে থাকার পর কেটি পেরি এবং অরল্যান্ডো ব্লুম আনুষ্ঠানিকভাবে তাদের সম্পর্কের ইতি টানলেন। তবে প্রাক্তন দম্পতির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে যে, এই বিচ্ছেদ তিক্ত ছিল না। আলাদা হলেও তারা বন্ধু থাকবেন।
ডেইজি ডোভ নামে ৪ বছরের কন্যা রয়েছে এই দম্পতির। বেশ কয়েক মাস ধরে আলাদা থাকছেন তারা। পেরি বর্তমানে তার লাইফটাইমস ট্যুরে আছেন। এটাও জানা গেছে, এই সময়েই দুজনের মধ্যে দূরত্ব আরও লক্ষণীয়... বিস্তারিত