সড়কপথে প্রতিনিয়ত সবচেয়ে বেশি দুর্ঘটনাকবলিত হয় মোটরসাইকেল। চালক-আরোহী হতাহতের পাশাপাশি প্রায় ক্ষেত্রেই বাইকটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। দুমড়ে-মুচড়ে এমন হাল হয় যে, তা আর চেনার মতো থাকে না। এমনই সব বিধ্বস্ত বাইক সারাইয়ে সারা দেশে সুনাম ছড়িয়ে রয়েছে যশোরের মোটরসাইকেল ওয়ার্কশপের। দুমড়ে-মুচড়ে প্রায় ভাঙড়ি হয়ে যাওয়া এসব মোটরসাইকেল ঝা চকচকে শোরুমের চেহারার আদলে রাস্তায় ফিরে আসছে। চকচকে এসব বাইক দেখে... বিস্তারিত