ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল চালক ও আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) বিকেল ৪টায় ফরিদপুর-বরিশাল মহাসড়কের নওপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ফরিদপুর সদরের পশ্চিম আলিপুর এলাকার বজলুর রহমান খন্দকারের ছেলে খন্দকার মামুনুর রশিদ (৪২) ও আরোহী চরভদ্রাসন উপজেলার পরষ কাপাশিয়ার ছেলে গোপী কাপাশিয়া (৪৫)।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক আব্দুল্লাহিল বাকী জানান, মোটরসাইকেল চালক ও আরোহী একসঙ্গে ফরিদপুর থেকে ভাঙ্গার দিকে আসছিলেন। পেছন থেকে অজ্ঞাত গাড়ি বেপরোয়া গতিতে এসে মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে চালকের মৃত্যু হয় এবং আরোহীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।